• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
বিপন্ন ‘ফিশিং ক্যাট’ গাজীপুর জাতীয় উদ্যানে অবমুক্ত

মুন্সীগঞ্জের চর আবদুল্লাহ থেকে উদ্ধার হওয়া বড় সাইজের বিপন্নপ্রায় ‘ফিশিং ক্যাট’

ছবি : বাংলাদেশের খবর

জীব ও পরিবেশ

বিপন্ন ‘ফিশিং ক্যাট’ গাজীপুর জাতীয় উদ্যানে অবমুক্ত

  • গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ সেপ্টেম্বর ২০১৮

মুন্সীগঞ্জের চর আবদুল্লাহ থেকে উদ্ধার হওয়া বড় সাইজের বিপন্নপ্রায় ‘ফিশিং ক্যাট’ গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

এ সময় বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিচালক মিহির কুমার দে, পরিদর্শক অসিম মল্লিকসহ বনবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টারের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মো. সরোয়ার হোসেন জানান, গত ১৫ জুলাই দুপুরে চর আবদুল্লাহ এলাকায় সাঁতরে বিল পার হওয়ার সময় জেলেদের মাছ ধরার জালে জড়িয়ে পড়ে প্রাণীটি। পরে জেলে রাসেল মিয়া এলাকাবাসীর সহযোগিতায় প্রাণীটাকে আটক করে বাসায় নিয়ে যায়। গত সোমবার ফিশিং ক্যাটটি তিনি বনবিভাগের কাছে হস্তান্তর করেন। গতকাল এটি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads