• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
নাজিবের বাসভবন  ঘিরে রেখেছে  পুলিশ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

সংরক্ষিত ছবি

এশিয়া

নাজিবের বাসভবন ঘিরে রেখেছে পুলিশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৪ মে ২০১৮

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বেসরকারি বাসভবন ঘেরাও করে রেখেছে পুলিশ। গতকাল রোববার সকালে ওই বাড়ির প্রবেশ ও বের হওয়ার পথগুলো বন্ধ করে দিয়েছে পুলিশ। খবর মালয়েশিয়ার স্টার অনলাইন।

পুলিশের সেন্টুল উপপ্রধান কর্মকর্তা মোহাম্মদ রফিক মোহাম্মদ মুস্তফার বরাত দিয়ে বার্তা সংস্থা বার্নামা জানিয়েছে, সেন্টুল পুলিশ স্টেশনের কর্মকর্তাদেরকে নিরাপত্তা মনিটরিং করতে সেখানে মোতায়েন করা হয়েছে। বিকালের দিকে নাজিবের বাসভবনের প্রবেশপথে ৫ পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে। সেখানে চেকপোস্ট বসানো হয়েছে। এ ছাড়া রয়েছে একটি মোবাইল পুলিশ স্টেশন। ওই এলাকা দিয়ে যত গাড়ি ও ব্যক্তি যাচ্ছেন তাদের সবাইকে তল্লাশি করা হচ্ছে।

এর আগের দিন শনিবার নাজিব রাজাক ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এদিন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে তার ইন্দোনেশিয়া যাওয়ার কথা ছিল। এ ছাড়া দলের নেতাদের চাপে দলীয় ও জোটের প্রধান থেকেও পদত্যাগ করেন তিনি।

উল্লেখ্য, গত বুধবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ভয়াবহ ভরাডুবি ঘটে মালয়েশিয়ায় টানা ৬১ বছর ক্ষমতায় থাকা বারিসান ন্যাশিওনাল জোটের। এর জন্য নাজিব রাজাককে দায়ী করছেন দলের অন্য নেতারা। এ নির্বাচনে জয়ী হয় মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোট। ৯২ বছর বয়সে আবারো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় তহবিলের বেহাত হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব এবং তিনি এর উদ্যোগ নিচ্ছেন। নাজিবের বিরুদ্ধে এই তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। যদিও তিনি বরাবরই তার বিরুদ্ধে ওঠা এ অভিযোগ অস্বীকার করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads