• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
গ্রেফতারের ভয় না পেয়ে পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরীফ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

ছবি : ইন্টারনেট

এশিয়া

গ্রেফতারের ভয় না পেয়ে পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরীফ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৩ জুলাই ২০১৮

গ্রেফতারের ভয় না পেয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজ । শুক্রবার তাদের দেশে ফেরার কথা নিশ্চিত করেছে বিবিসি।

লন্ডনে চারটি বিলাসবহুল বাড়ির মালিকানা নিয়ে দুর্নীতির অভিযোগে দোষীসাব্যস্ত করে গত সপ্তাহে পাকিস্তানের একটি আদালত নওয়াজকে ১০ বছর ও তার মেয়ে মরিয়মকে সাত বছরের কারাদণ্ড দেয়।

৬ জুলাইয়ের রায়ে কারাদণ্ডের পাশাপাশি নওয়াজকে ১ কোটি ৫০ লাখ পাউন্ড এবং মরিয়মকে ২০ লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে। নওয়াজ পরিবারের লন্ডনের সব সম্পত্তিও জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত।

অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য কয়েকমাস ধরে নওয়াজ ও মরিয়ম লন্ডনে বসবাস করছেন। তাদের অনুপস্থিতিতেই আদালত ওই রায় ঘোষণা করে।

যদিও নেওয়াজ ও তার পরিবার কোনো ধরনের দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেছেন, দেশটির সেনাবাহিনী তাদের নির্বাচনে অংশ নেওয়া আটকাতেই এ ষড়যন্ত্র করেছে।

দণ্ডিত হওয়ায় লাহোর বিমনবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাদের গ্রেফতার করবে পুলিশ। ২৫ জুলাই পাকিস্তানের জাতীয় নির্বাচন।

আদালত তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজকে আজীবনের জন্য রাজনীতিতে অযোগ্য ঘোষণা করায় তিনি নির্বাচনে অংশও নিতে পারবেন না।

কিন্তু বর্তমানে ক্ষমতায় থাকা তার দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল) এর সমর্থকদের উজ্জীবিত করতেই তিনি গ্রেফতার হবেন জেনেও দেশে ফেরার ঝুঁকি নিয়েছেন।

বুধবার লন্ডনে এক জনসভায় নওয়াজ বলেন, ‘এক সময় আমরা প্রায়ই বলতাম রাষ্ট্রের ভেতর রাষ্ট্র, এখন এটা রাষ্ট্রের উপর রাষ্ট্র। যদিও আমি চোখের সামনে কারাগার দেখতে পাচ্ছি, তারপরও আমি পাকিস্তান যাচ্ছি।’

তিনি জনগণকে রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন।

এদিকে, নওয়াজের আগমনের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে আশঙ্কায় কয়েকদিনে তার দলের শত শত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে বিবিসি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads