• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪২৯
মিনিস্টারস এনক্লাভে ইমরানের আবাসিক কার্যালয়

পাকিস্তানের নব-নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান

ছবি : ইন্টারনেট

এশিয়া

মিনিস্টারস এনক্লাভে ইমরানের আবাসিক কার্যালয়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০২ আগস্ট ২০১৮

পাকিস্তানের মন্ত্রীদের আবাসিক এলাকা ‘মিনিস্টারস এনক্লাভের’ একটি বাড়িকে পরবর্তী প্রধানমন্ত্রী ইমরান খানের আবাসিক কার্যালয় করা হবে। নির্বাচনে সর্বাধিক আসনে জয় পাওয়ার পর দেওয়া ভাষণে সাবেক এই ক্রিকেটার ঘোষণা দেন, তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে থাকবেন না। তার দল পরবর্তী সময়ে ওই ভবনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এরই পরিপ্রেক্ষিতে দেশটির কর্মকর্তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। খবর দ্য ডন।

নির্বাচনে ইমরানের বিজয়ের কিছুক্ষণ পরই রাজধানীর পুলিশ ও জেলা প্রশাসন তার জন্য ভিভিআইপি প্রটোকল ও নিরাপত্তা দেওয়া শুরু করে। এছাড়া তার বাসভবন বানিগালায়ও নিরাপত্তা জোরদার করা হয়। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ওয়াকার আহমেদ চৌহানসহ জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা বানিগালায় গিয়ে আশপাশের এলাকা জরিপ করেন।

পুলিশ কর্মকর্তারা বলেন, পরবর্তী প্রধানমন্ত্রীর কার্যক্রম চালানোর জন্য মানসম্মত নিরাপত্তা দেওয়ার সুযোগ সেখানে নেই। তারপরও তারা নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। বানিগালা বাসভবন ও সেখানে যাওয়ার সড়কে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। আশপাশের পাহাড়েও অশ্বারোহী সেনাদল রয়েছে।

ইসলামাবাদের প্রধান কমিশনার জুদাত আয়াজ, পুলিশের আইজি জান মোহাম্মদসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা পরবর্তী প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তারা বানিগালা বাসভবনটি পরিদর্শন করেছেন। এছাড়া তারা পিটিআই নেতার আবাসিক কার্যালয় কোথায় হবে তা নিয়েও আলোচনা করেন।

কর্মকর্তারা প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও প্রটোকলের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর-সোপ সম্পর্কে অবহিত করেন। বৈঠকে জেলা প্রশাসন কর্মকর্তারা ইমরানকে বলেন, তার বর্তমান বাসভবনে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া যাবে না। কারণ এলাকাটি উন্মুক্ত এবং ঝুঁকিপূর্ণ। কর্মকর্তারা সাংবাদিকদের জানান, প্রথমে বানিগালাকেই প্রধানমন্ত্রীর আবাসিক কার্যালয় হিসেবে ঘোষণার কথা ভাবা হয়েছিল। কিন্তু সেটা সম্ভব নয়। তাছাড়া ইমরানও বানিগালাকে তার আবাসিক কার্যালয় ঘোষণা করতে রাজি নন। পরে তাকে মন্ত্রীদের আবাসিক এলাকার একটি বাড়িসহ কয়েকটি প্রস্তাব দেওয়া হয়। এখন তিনি সিদ্ধান্ত নেবেন কোথায় থাকবেন। যদিও পিটিআই নেতা নিজের জন্য সবচেয়ে নিম্নমানের বাড়ির ব্যবস্থা করতে বলেছিলেন। মিনিস্টারস এনক্লাভে সর্বনিম্ন মানের বাসা হলো ফ্ল্যাট। সেখানে প্রধানমন্ত্রীর প্রটোকলসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত সম্ভব নয়। তাই জ্যেষ্ঠ কর্মকর্তারা সেখানকার একটি বাড়িকে আবাসিক কার্যালয় হিসেবে ব্যবহারের পরামর্শ দেন। তিনি তাতে রাজি হয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads