• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

সংগৃহীত ছবি

এশিয়া

কারাদণ্ড স্থগিত, মুক্তি পাচ্ছেন নওয়াজ শরিফ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৯ সেপ্টেম্বর ২০১৮

দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজের বিরুদ্ধে কারাদণ্ডাদেশের রায় স্থগিত করে তাদের মুক্তির আদেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট।  আজ বুধবার হাইকোর্ট এ আদেশ দেয় বলে ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদ হাইকোর্টের এই আদেশের ফলে নওয়াজ ও মরিয়ম মুক্তি পেতে যাচ্ছেন। বাকি আনুষ্ঠানিকতা শেষ হলে যেকোনো সময় তারা মুক্তি পাবেন।

লন্ডনে চারটি বিলাসবহুল বাড়ির মালিকানা নিয়ে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করে ৬ জুলাই পাকিস্তানের একটি আদালত নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। তার মেয়ে মরিয়ম নওয়াজকে সাত বছর কারাদণ্ডাদেশ আদালত।  এর পাশাপাশি পাশাপাশি নওয়াজকে ৮০ লাখ ব্রিটিশ পাউন্ড ও মরিয়মকে ২০ লাখ ব্রিটিশ পাউন্ড জরিমানা করা হয়। রায় ঘোষণার এক সপ্তাহ পর গত ১২ জুলাই নওয়াজ ও মরিয়ম লন্ডন থেকে লাহোরে ফিরলে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads