• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
‘ট্রাম্পের সঙ্গে কাজ করতে ভালোবাসি’

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

ছবি : ইন্টারনেট

এশিয়া

‘ট্রাম্পের সঙ্গে কাজ করতে ভালোবাসি’

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৭ অক্টোবর ২০১৮

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের সঙ্গে তাদের সম্পর্ক বেশ ভালো। আমি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করতে ভালোবাসি। যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া সৌদি রাজতন্ত্র দুই সপ্তাহও টিকবে না বলে সম্প্রতি ট্রাম্প যে মন্তব্য করেছেন তার কয়েক দিন পরই যুবরাজ এ কথা বললেন। খবর আলজাজিরা। শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে সৌদি যুবরাজ বলেন, মধ্যপ্রাচ্যে ট্রাম্প প্রশসান ও সৌদি সরকারের অনেক অর্জন রয়েছে। বিশেষ করে সন্ত্রাসবাদ, চরমপন্থা, সন্ত্রাস এবং ডায়েস (আইএস) নির্মূলের ক্ষেত্রে দূই নেতা বেশ সফল। ৩৩ বছর বয়সী যুবরাজ বলেন, একসঙ্গে কাজ করতে গেলে বন্ধুদের সব বিষয়ে একমত হতে হবে এমনটা নাও হতে পারে- এটা খুবই স্বাভাবিক বিষয়। এক বন্ধুরাষ্ট্র অন্য বন্ধুরাষ্ট্র সম্পর্কে ভালো-মন্দ বলতেই পারে। বন্ধু হলেই যে তার কাছ থেকে শতভাগ ভালো কিছু আশা করতে হবে এমন নয়। এমনকি আমরা পরিবার থেকেও সবক্ষেত্রে শতভাগ পাই না। আপনারা ট্রাম্পের কথাকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে কথা বলেছেন তা আমাদের অন্যভাবে চিন্তু করা উচিত। গত বুধবার মিসিসিপিতে একটি সমাবেশে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সমর্থন ছাড়া সৌদি সরকার দুই সপ্তাহও টিকবে না। আমরা দেশটিকে সুরক্ষা দিয়ে যাচ্ছি। আপনারা হয়তো বলতে পারেন সেটি ধনী দেশ।

এটাও সত্যি যে, আমি সৌদি বাদশাহ সালমানকে ভালোবাসি। তবে আমি তার উদ্দেশ্যে বলতে চাই, আমরা আপনাকে রক্ষা করছি বলেই আপনি এখনো ক্ষমতায় রয়েছেন। আমাদের সহায়তা ছাড়া আপনি টিকবেন না। এবারই প্রথম ট্রাম্প সৌদি আরবের সমালোচনা করেছে এমনটা নয়। এর আগে ২০১৫ সালে ট্রাম্প বলেন, সৌদি যদি আমাদের সুরক্ষা চায় তাহলে তাদের এর জন্য আরো বেশি দাম দেওয়া উচিত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads