• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪২৯
কই মাছের দাম ১৫ কোটি টাকা

মাছটি ১০১ সেন্টিমিটার লম্বা

ছবি : ইন্টারনেট

এশিয়া

কই মাছের দাম ১৫ কোটি টাকা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৮ অক্টোবর ২০১৮

জাপানে নিলামে রেকর্ড দামে বিক্রি হলো একটি কই মাছ। কার্পজাতীয় কই নামের এ মাছটি বিক্রি হয় ১৫ কোটি টাকায়। লাল-সাদা মাছটি আগের ১১ কোটি টাকার রেকর্ডকে পেছনে ফেলেছে। খবর ডেইলি মেইল ও খালিজ টাইমস।

তিন ফুট তিন ইঞ্চি লম্বা এ মাছটিকে নিলামে তোলা হলে তাইওয়ানের এক নারী সর্বোচ্চ দাম হাঁকিয়ে তা কিনে নেন। জাপানের হিরোশিমা শহরের একটি সাকি মাছের খামার থেকে মাছটিকে নিলামে তোলা হয়। স্ত্রী প্রজাতির এ মাছটির নাম এস লিজ। দেশটিতে এ মাছটি ব্যাপক জনপ্রিয়। বিভিন্ন ভ্যারাইটি স্টোরে এটি পাওয়া যায়।

ইয়িংগিয়িং নামের তাইওয়ানের ওই নারী মাছটি কিনে নিলে এ নিয়ে কই মাছ ব্যবসায়ী এবং সংগ্রহকারীদের মধ্যে হইচই পড়ে যায়। রেকর্ড পরিমাণ মূল্যে মাছটি বিক্রি হওয়ার সঙ্গে সঙ্গে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নানারকম মন্তব্যও শুরু হয়। ব্রিটিশ কই বিশেষজ্ঞ টিম ওয়াদ্দিংটন বলেন, রেকর্ড দামে মাছটি বিক্রি হওয়ার খবর এদেশের কই কার্প ডিলারদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছে।

মাছটি ১০১ সেন্টিমিটার লম্বা। এটি স্বাভাবিক আকৃতির তুলনায় বেশ বড়। বিশেষ প্রজাতির মাছটি আমাদের দেশেও ব্যাপক জনপ্রিয়। শুনেছি ইয়িংগিয়িং নামে তাইওয়ানের এক মহিলা মাছটি কিনে নিয়েছেন। তবে তিনি কে, কী তার পরিচয় সে সম্পর্কে কিছু জানি না। বিশ্বজুড়ে বিখ্যাত সাকি ফিস ফার্ম মাছটির ছবি ফেসবুকে দিয়েছে। এই ফার্মটি ১০০ বছরেরও বেশি সময় ধরে কার্পজাতীয় কই মাছের চাষ করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads