• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ইন্টারপোল প্রধানকে আটকের কথা স্বীকার চীনের

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রধান মেঙ হোংউই

ছবি : ইন্টারনেট

এশিয়া

ইন্টারপোল প্রধানকে আটকের কথা স্বীকার চীনের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৮ অক্টোবর ২০১৮

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রধান মেঙ হোংউইকে আটকের কথা স্বীকার করেছে চীন।বেইজিং বলেছে, আইন লঙ্ঘনের জন্য দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা মেং হংওয়ের বিরুদ্ধে তদন্ত করছে। খবর বিবিসির

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আইন ভঙ্গের কারণে চীনের দুর্নীতিবিরোধী সংস্থা মেঙ হোংউইয়ের বিরুদ্ধে তদন্ত করছে বললেও তার বিরুদ্ধে অভিযোগের বিষয়গুলো বেইজিং স্পষ্ট করেনি।

চীনা কর্তৃপক্ষের স্বীকারোক্তির কিছুক্ষণের মধ্যেই তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মেঙয়ের স্ত্রী। তার স্ত্রী জানান, চীনে যাওয়ার পর থেকে স্বামীর সঙ্গে তিনি আর যোগাযোগ করতে পারেননি। ‍

উল্লেখ্য, চীনা বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা মেং হোংউআই গত ২৫ সেপ্টেম্বরে ফ্রান্স থেকে চীনে যাওয়ার পর নিখোঁজ হন। মেং কোথায় আছেন, তা জানাতে চীনের সঙ্গে যোগাযোগ করা হলেও ইন্টারপোলকে এর আগে কিছু জানায়নি দেশটি। এদিকে, গত শুক্রবার ফ্রান্সে তার নিখোঁজ হওয়ার খবর প্রকাশ হওয়ার পর এই প্রথম এক বিবৃতিতে মেঙ হংউইকে আটক করার কথা চীন স্বীকার করল।

এদিকে ইন্টারপোল জানিয়েছে, রোববার তারা মেঙ হংউইয়ের পদত্যাগপত্র পেয়েছে এবং তাৎক্ষণিকভাবে তা কার্যকর করা হয়েছে।
৬৪ বছর বয়সী মেঙ আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থা ইন্টারপোলের প্রথম চীনা বংশোদ্ভূত প্রেসিডেন্ট। ২০১৬ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়ার আগে তিনি চীনের জননিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ইন্টারপোলের প্রেসিডেন্ট হিসেবে ২০২০ সালে তার মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads