• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

এশিয়া

হিজবুল্লাহ টানেলে ইসরাইলি বাহিনীর অভিযান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৫ ডিসেম্বর ২০১৮

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরাইল। গতকাল মঙ্গলবার ইসরাইলি বাহিনী লেবানন ও ইসরাইলকে সংযুক্ত করতে হিজবুল্লাহর খোঁড়া টানেল বা সুড়ঙ্গগুলো ‘খুঁজে বের করে অকেজো করার জন্য অভিযান’ শুরু করে। ইসরাইলি সেনাবাহিনী তাদের টুইটার অ্যাকাউন্টে এ কথা জানায়। তবে হিজবুল্লাহ এই অভিযানের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। খবর বিবিসি ও আলজাজিরা।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কোনরিকাস জানান, সীমান্তের এপাশে ইসরাইলের অংশে এ অভিযান চলবে। লেবাননে অংশে আমরা কিছু করব না। হিজবুল্লাহর কার্যক্রম ইসরাইলের কর্তৃত্বের নিদারুণ ও ভয়ানক লঙ্ঘন। ইসরাইলি বাহিনীর মুখপাত্র আভিচেয় আদ্রায়ি এক টুইটে বলেন, এসব টানেল তৈরির জন্য লেবানন সরকার দায়ী। টানেল তৈরি করে হিজবুল্লাহ লেবাননের জনগণকে ঝুঁকির মুখে ফেলছে।

লেবাননের নিউজ পোর্টাল তায়ার জানিয়েছে, দক্ষিণ সীমান্তে কেফারকেলা ও আদাইসসেহ গ্রামের বিপরীতে দিকে ইসরাইলি অংশে খনন শুরু হয়েছে। ২০০৬ সালে সীমান্ত এলাকার যুদ্ধে লেবাননের এগারশরও বেশি মানুষ নিহত হন। নিহতদের বেশীরভাগই বেসামরিক। এছাড়া ওই যুদ্ধে ১৫৯ ইসরাইলি নিহত হন। ওই যুদ্ধে সশস্ত্র শিয়া দল হিজবুল্লাহ ইসরাইলের আক্রমণ রুখে দিতে সক্ষম হয়। তারা ইসরাইলের সামরিক ও বেসামরিক লক্ষ্যে আঘাত হানে। তখন থেকেই সিরিয়া যুদ্ধে হিজবুল্লাহ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads