• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
আরসার সঙ্গে সংঘর্ষে মিয়ানমার সেনা নিহত

সংঘর্ষে মিয়ানমার সেনা নিহত

ছবি : ইন্টারনেট

এশিয়া

আরসার সঙ্গে সংঘর্ষে মিয়ানমার সেনা নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৮ ডিসেম্বর ২০১৮

আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মির (আরসা) সঙ্গে সংঘর্ষে মিয়ানমারের বেশ কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ও সদস্য নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে দেশটির সেনাবাহিনীর কমান্ডার ইন চিপ এক ঘোষণায় জানান, চলতি মাসের প্রথম কয়েক দিনে উত্তর রাখাইনের বুথিডং ও রাথেইডং উপশহর এলাকায় একাধিক সংঘর্ষের ঘটনায় তারা নিহত হন। এসব ঘটনায় চার আরসা সদস্যও নিহত হয়েছেন।

তবে ঠিক কতজন সেনা নিহত হয়েছেন তা জানানো হয়নি। কমান্ডার ইন চিপের বিবৃতিতে বলা হয়, গত ৩, ৪ ও ৫ ডিসেম্বর বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় অভিযান চালানোর সময় এসব সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর বেশ কয়েক পদস্থ কর্মকর্তা ও সদস্য নিহত হন। এ সময় আরসার চার সদস্যের মরদেহ ও দুটি এম-২২ অ্যাসাল্ট রাইফেল উদ্ধার করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ৫ ডিসেম্বর হামলার সময় আরসার প্রায় ৮০ সদস্য স্থলমাইন দিয়ে সেনাবাহিনীর একটা দলকে বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা চালায়। এর জেরে ৫ ও ৬ ডিসেম্বর রাথেইডং এলাকায় কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।

বিবৃতিতে উল্লেখ দাবি করা হয়েছে, কোনো ধরনের উসকানি ছাড়াই আরসা প্রথমে হামলা চালায়। তাদের উদ্দেশ্য ছিল সেনা সদস্যদের হত্যা করা।

এদিকে গত ৪ ডিসেম্বর আরসা এক ঘোষণায় জানায়, একটি হামলায় তারা কমপক্ষে সাত সেনা সদস্যকে হত্যা করেছে। শিগগিরই নিহত সেনা সদস্যদের মরদেহ ও তাদের অস্ত্রের ছবি প্রকাশ করবে।

আরসা বলছে, উল্লিখিত এলাকা থেকে যদি সেনা সদস্যদের প্রত্যাহার করে নেওয়া না হয় তবে আগামীতে এমন আরো হামলার ঘটনা ঘটবে। এর আগে গত নভেম্বর মাসে আরসা এক ঘোষণায় ২০ সেনা সদস্যকে হত্যা করার কথা জানায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads