• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
তালেবান হামলায় ১২৬ আফগান সেনা নিহত

আফগান সেনা ঘাঁটিতে তালেবান হামলায় ১২৬ জন নিহত

ছবি : ‌ইন্টারনেট

এশিয়া

তালেবান হামলায় ১২৬ আফগান সেনা নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২২ জানুয়ারি ২০১৯

আফগানিস্তানে একটি সামরিক ঘাঁটিতে তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনীর ১২৬ সদস্য নিহত হয়েছেন। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ময়দান ওয়ারডাকে এ হামলা হয়।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে আলজাজিরা জানিয়েছে, সেনা প্রশিক্ষণ সেন্টারের ভেতর হামলায় ১২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এক প্রাদেশিক কর্মকর্তাও নিহতের সংখ্যা শতাধিক বলে জানিয়েছেন। যদিও সরকারের পক্ষ থেকে প্রথমে এ হামলায় ১২ জন নিহত হওয়ার কথা জানানো হয়েছিল। সরকারি কর্মকর্তারা বলেছিলেন, জঙ্গিরা একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটানোর পর দুই বন্দুকধারী ঘাঁটিতে প্রবেশ করে হামলা চালায়। হামলায় ২৮ নিরাপত্তা কর্মকর্তা আহত হওয়ার কথাও তারা জানিয়েছিলেন। তবে বার্তা সংস্থা রয়টার্স ও আলজাজিরার পক্ষ থেকে শতাধিক নিহত হওয়ার খবরের সত্যতা যাচাই করতে সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এদিকে দেশটির বিদ্রোহী জঙ্গিগোষ্ঠী তালেবান হামলার দায় স্বীকার করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads