• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৫৯ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৯

ছবি : ইন্টারনেট

এশিয়া

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৫৯ জনের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ২৬ জানুয়ারি ২০১৯

ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় সুলায়েশি প্রদেশে বন্যা ও ভূমিধসের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৯ জন মারা গেছেন। দুই ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। কমপক্ষে ৪৬ জন আহত ব্যক্তি স্থানীয় হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার ও বৃহস্পতিবার দ্বীপে ভারী বৃষ্টিপাত ও শক্তিশালী ঝড়ো বাতাস আঘাত হানে। এর পরই ৩৪ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ভারী বৃষ্টিপাতে নদীর পানি বেড়ে যাওয়ায় নয় জেলার বহু মানুষ বিপর্যয়ের মুখে পড়েছেন। দক্ষিণ সুলায়েশির দুর্যোগ নিরসন সংস্থা প্রধান সায়ামসবার এএফপিকে বলেন, আমি এমন খারাপ পরিস্থিতি আর দেখিনি। এটাই সবচেয়ে খারাপ সময়। এখনো ২৫ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ৩০। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গোয়া জেলা। সেখানে ৪৪ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

সুলায়েশির প্রধান হাইওয়ে বন্ধ থাকায় হেলিকপ্টারের মাধ্যমে জরুরি সহায়তা প্রদান করছে কর্তৃপক্ষ। বিভিন্ন স্থান থেকে লোকজনকে উদ্ধার করে স্কুল, মসজিদ এবং অস্থায়ী শিবিরে রাখা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads