• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

এশিয়া

গত ২৪ ঘণ্টায় চীনের আরও ১৪২ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ ফেব্রুয়ারি ২০২০

করোনাভাইরাস-কোভিড নাইনটিনে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চীনের আরও ১৪২ জনের মৃত্যু হয়েছে।  দেশটিতে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৫ জনে।  

এই সময়ে মধ্যে চীনে আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার মানুষ। এ তথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য কমিশন। এছাড়া, এরইমধ্যে আরও অন্তত ২৬টি দেশে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ৯ হাজার ৫শ রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে বলে জানিয়েছে চীনের স্বাস্থ্য কমিশন। এছাড়া, চীনের বাইরে মারা গেছেন চারজন।  

এদিকে, গতকাল সিঙ্গাপুরে আরও এক বাংলাদেশির আক্রান্তের খবর দেয় দেশটির স্বাস্থ্য বিভাগ। এনিয়ে সেখানে মোট ৫ বাংলাদেশি আক্রান্ত হলেন।  

জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারিনটিনে থাকা ক্রুজ জাহাজ ডায়মন্ড প্রিন্সেসে আটকেপড়া ৪শ মার্কিনিকে ফিরিয়ে নিতে উড়োজাহাজ পাঠানোর কথা জানিয়েছে ওয়াশিংটন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads