• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
হংকংয়ের প্রত্যেক নাগরিক পাচ্ছেন ১২০০ মার্কিন ডলার

সংগৃহীত ছবি

এশিয়া

হংকংয়ের প্রত্যেক নাগরিক পাচ্ছেন ১২০০ মার্কিন ডলার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৭ ফেব্রুয়ারি ২০২০

ক্রয়ক্ষমতা বাড়ানো এবং অর্থনৈতিক চাপ নিরসনের লক্ষ্যে হংকংয়ের স্থায়ী অধিবাসীদের প্রত্যেককে ১২০০ মার্কিন ডলার করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকারি কর্তৃপক্ষ। গতকাল বুধবার এ খবর জানিয়েছে বিবিসি।

হংকংয়ের ১৮ বছরের বেশি বয়স্ক সাত মিলিয়ন নাগরিকের জন্য বার্ষিক বাজেট থেকে ১০ হাজার হংকং ডলার করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, সরকারবিরোধী আন্দোলনের মুখে কয়েক মাস ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে চীনের অধীনে স্বায়ত্তশাসিত এই বিশেষ অঞ্চলের অর্থনীতি মুখ থুবড়ে পড়ে। সেই অবস্থা কাটিয়ে উঠতে না উঠতেই আবার করোনা ভাইরাসের কারণে সৃষ্ট কভিড-১৯ রোগের সংক্রমণে হংকংয়ের অর্থনীতি কার্যত ধুঁকছে। সেই অবস্থা থেকে উন্নয়নের লক্ষ্যে হংকংয়ের বেইজিং সমর্থিত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

ইতোমধ্যে হংকংয়ে কভিড-১৯ রোগে ৮১ জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে দুজনের।

হংকংয়ের অর্থমন্ত্রী পল চ্যান জানিয়েছেন, এই অর্থবছরে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে হংকংয়ের অর্থনীতি। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় এই অর্থ সাহায্য কাজে লাগবে বলে আশা করা হচ্ছে। হংকংয়ের সার্বিক অর্থনীতিতে ১২০ বিলিয়ন হংকং ডলার প্রণোদনা দেওয়া হচ্ছে।

এছাড়া বাড়ি ভাড়া কমানো এবং বেতন ও সম্পদের ওপর কর মওকুফের সিদ্ধান্ত নিয়েছে হংকংয়ের শাসনকারী কর্তৃপক্ষ।

তবে ২০২১ সাল পর্যন্ত ঘোষিত এই বার্ষিক বাজেটের মোট ঘাটতি দাঁড়াবে ১৮ বিলিয়ন মার্কিন ডলার, হংকংয়ের ইতিহাসে যা রেকর্ড পরিমাণ ঘাটতি হিসেবে চিহ্নিত হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads