• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
করোনা সঙ্কটেও রকেট উৎক্ষেপণ পরীক্ষায় সফল উত্তর কোরিয়া

সংগৃহীত ছবি

এশিয়া

করোনা সঙ্কটেও রকেট উৎক্ষেপণ পরীক্ষায় সফল উত্তর কোরিয়া

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ৩০ মার্চ ২০২০

মহামারী করোনা ভাইরাস আতঙ্কে গোটা বিশ্ব। বিশ্বময় ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। আর চলমান এই করোনা সঙ্কটের মধ্যেই উত্তর কোরিয়া ঘোষণা করেছে, অতি-বৃহৎ রকেট উৎক্ষেপকের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) এ ঘোষণা দিয়েছে দেশটি। এতে বলা হয়েছে, একদিন আগে রকেট উৎক্ষেপণের মধ্য দিয়ে পিয়ংইয়ং কৌশল এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলোর পরীক্ষা চালানো হয়।

এ পরীক্ষা সফল ভাবে চালানো হয় বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ।

রোববার (২৯ মার্চ) সকালে উত্তর কোরিয়ার উপকূলবর্তী ওনসান শহর থেকে স্বল্প পাল্লার দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। ক্ষেপণাস্ত্র দুটি ৩০ কিলোমিটার উচ্চতা দিয়ে উড়ে গিয়ে ২৩০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয় বলে দক্ষিণ কোরিয়া একটি সূত্র জানিয়েছিল।

এ পরীক্ষায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সন্তোষ প্রকাশ করেন বলে জানায় কেসিএনএ।

সূত্র : পার্সটুডে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads