• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
এবার ঢাকা ছাড়লেন জাপানিরা

সংগৃহীত ছবি

এশিয়া

এবার ঢাকা ছাড়লেন জাপানিরা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ এপ্রিল ২০২০

এবার বাংলাদেশ ছাড়লেন লকডাউনে আটকেপড়া ৩২৭ জন জাপানী নাগরিক। করোনা ভাইরাসের মহামারীর মধ্যে বিশেষ ব্যবস্থায় একে একে নিজ দেশে বিদেশিদের ফেরার ধারাবাহিকতায় বাংলাদেশে অবস্থানরত জাপানিরা আজ ঢাকা ছাড়লেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ বিমানের বিজি ফোর জিরো জিরো ওয়ান নামের একটি ফ্লাইট ঢাকা ত্যাগ করেন তারা।

মোকাব্বির বলেন, অন্তত ৩২৭ জন জাপানি নাগরিক দেশে ফিরছেন। তাদের জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে জাপান দূতাবাস।

মেট্রোরেলসহ সরকারের নানা উন্নয়ন মুলক কাজে তারা জড়িত ছিলেন বলে বিমান বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়। 

আগামী ৫ এপ্রিল বিশেষ ফ্লাইটে আরো বেশ কয়েকজন মার্কিন নাগরিক ঢাকা ছাড়বেন বলে জানা গেছে। 

এর আগে গত সোমবার কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ২৬৯ মার্কিন নাগরিক ও তাদের পোষা ৯টি কুকুর

গত বুধবার মধ্যরাতে মালয়েশিয়া থেকে আসা একটি এয়ারক্রাফটে তাদের দেশের ২২৫ জন নাগরিক ও পরদিন সকালে ভুটান সরকারের ব্যবস্থাপনায় একইভাবে তাদের দেশের ১৩৯ জন ফিরে যান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads