• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ব্যাংক

ব্যাংকের সুদের হার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসা হবে : মুহিত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০২ এপ্রিল ২০১৮

অর্থমন্ত্রী এ এম এ মুহিত বলেছেন, ব্যাংকিং খাতে সুদের হার এক মাসের মধ্যে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসা হবে। রোববার সোনারগাঁও হোটেলে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি জেনে আনন্দিত যে, ব্যাংকারগণ সুদের হার এক মাসের মধ্যে সিঙ্গেল ডিজিটে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।’ নগদ অর্থ সংকট মোকাবেলায় বেসরকারি ব্যাংকগুলোতে সরকারি সংস্থাগুলোর তহবিলের জামানতের অর্থ বর্তমান সীমা ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ইউনুসুর রহমান, অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং জনতা ব্যাংক চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, বৃহৎ ঋণের চেয়ে ক্ষুদ্র ও মাঝারি ঋণ গ্রহিতাদের ঋণ আদায় হার তুলনামূলক ভালো। এ জন্য তিনি বৃহৎ ঋণের পরিবর্তে ক্ষুদ্র ও মাঝারি ঋণের প্রতি গুরুত্ব দেয়ার দেয়ার পাশাপাশি লোকসানি শাখাগুলোর লোকসান কমিয়ে আনতে কর্মপরিকল্পনা গ্রহণ এবং সকল স্তরে সুশাসন প্রতিষ্ঠার আহবান জানান।

গ্রাহকদের মাঝে ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর প্রতি আহবান জানানো হয় এবং তৃণমূল পর্যায়ে মানুষের কাছে অর্থ প্রবাহ পৌঁছে দিতে গ্রামীণ পর্যায়ে আরো শাখা খোলার জন্য ব্যাংকগুলোর প্রতি আহবান জানানো হয় এই সম্মেলনে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads