• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) লোগো

সংরক্ষিত ছবি

ব্যাংক

এসআইবিএলের ক্যাশ ওয়াক্ফ ডিপোজিট স্কিম

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ মে ২০১৮

বেসরকারি খাতের সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ক্যাশ ওয়াক্ফ প্রকল্প চালু করেছে, যা দেশের ব্যাংকিং ইতিহাসে প্রথম।

ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বলা হয়েছে, এই সেবা অর্থনীতির জন্য একটি নতুন উদাহরণ। সামাজিকভাবে এটির খুব প্রসার রয়েছে।

ব্যাংকটিতে ক্যাশ ওয়াক্ফ আমানত খুলে একজন ব্যক্তি সদকা-ই-জারিয়ার মাধ্যমে মানুষের উপকারে নিজেকে সম্পৃক্ত করতে পারবেন। সচ্ছল ও বিত্তশালী ব্যক্তি যারা প্রিয়জনের নামে কল্যাণমূলক কিছু কাজ করতে চান তারাও এই সেবা নিতে পারবেন।

ক্যাশ ওয়াক্ফ শরিয়াহর সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে প্রদত্ত নগদ সম্পদ গ্রহণ করা হয়। স্থাবর সম্পত্তির পবিবর্তে যেকোনো অঙ্কের টাকা ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে জমা রেখে প্রাপ্ত মুনাফা দাতার মনোনীত কিংবা ব্যাংকের নিজস্ব ব্যবস্থাপনায় গরিব, দুস্থ ও আর্তমানবতার সেবায় ব্যয় করার অনন্য সুযোগ এসআইবিএল ক্যাশ ওয়াক্ফ স্কিম।

 

এসআইবিএল ক্যাশ ওয়াক্ফ হিসাবটি চারটি ক্ষেত্রের অধীনে পরিচালিত হয়। ক্ষেত্রগুলো হলো- পারিবারিক পুনর্বাসন, শিক্ষা ও সংস্কৃতি, স্বাস্থ্য ও স্যানিটেশন এবং সামাজিক উপযোগিতা। বর্তমানে এসআইবিএল ক্যাশ ওয়ােফ ডিপোজিটের পরিমাণ ২৭ কোটি ৭৪ লাখ টাকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads