• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
ফারমার্স ব্যাংক পুনর্গঠনে গ্রাহক আস্থা ফিরিয়েছে

ফারমার্স ব্যাংক ব্যবস্থাপনা ত্রুটি সমাধান করা হয়েছে

প্রতীকী ছবি

ব্যাংক

ফারমার্স ব্যাংক পুনর্গঠনে গ্রাহক আস্থা ফিরিয়েছে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ জুন ২০১৮

বেসরকারি খাতের ফারমার্স ব্যাংক পুনর্গঠনের মাধ্যমে ব্যাংক খাতের ব্যবস্থাপনা ত্রুটি বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ফলে গ্রাহকের আস্থা ফিরে এসেছে।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি এ কথা বলেন।

মুহিত বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা রক্ষায় বিদ্যমান বিধিবিধান প্রয়োগের সঙ্গে সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ জারি ও প্রণয়ন করা হয়েছে। সরকার সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ায় সম্প্রতি মুদ্রাবাজারে ভারসাম্যহীনতা ও দু-একটি ব্যাংকের ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে সৃষ্ট সঙ্কট কেটে গেছে।

তিনি বলেন, মুদ্রা ও দক্ষ ঋণ ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রিত মূলধনবাজার আর্থিক কার্যক্রমকে গতিশীল করে। প্রাক্-বাজেট আলোচনায় বিভিন্ন মহল আর্থিক খাত নিয়ে নানা কথা বলেছেন। দু-একটি ব্যতিক্রম ছাড়া দেশের আর্থিক খাতে বরাবরই প্রশংসনীয় স্থিতিশীলতা বজায় ছিল, যা দেশের আর্থসামাজিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমানত ও ঋণের উচ্চ সুদহার শিগগিরই কমে আসবে বলে বক্তৃতায় আশ্বস্ত করেন অর্থমন্ত্রী।

তিনি আরো বলেন, সম্প্রতি ব্যাংক খাতে তারল্যের ভারসাম্যহীনতার কারণে নগদ জমার হার (সিআরআর) পুনর্নির্ধারণ করা হয়েছে।

দেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রসঙ্গে বাজেট বক্তৃতায় মুহিত বলেন, ইসলামী ব্যাংকিংয়ের অংশীদারত্ব দেশের ব্যাংক খাতের ২০ শতাংশ। তবে এখনো এসব ব্যাংকের জন্য কোনো ইসলামী সিকিউরিটিজ গঠন করা হয়নি। আমরা শরিয়াহভিত্তিক ইসলামী সিকিউরিটিজ চালুর চিন্তাভাবনা করছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads