• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
৩০৩১ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ডিবিবিএলের

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তিপত্র তুলে দেন

ছবি: বাংলাদেশের খবর

ব্যাংক

৩০৩১ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ডিবিবিএলের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ সেপ্টেম্বর ২০১৮

ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) দেশের বিভিন্ন কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত ৩ হাজার ৩১ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। গতকাল শনিবার ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তিপত্র বিতরণ করা হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে বৃত্তিপত্র তুলে দেন। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাচ-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সায়েম আহমেদ।

সামাজিক কল্যাণ কর্মসূচির অংশ হিসেবে ডাচ-বাংলা ব্যাংক উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করে আসছে। এ পর্যন্ত মোট ৫৩ হাজার ৭১০ শিক্ষার্থী ডাচ-বাংলা ব্যাংকের বৃত্তির সুযোগ পেয়েছে, যার মধ্যে বর্তমানে বিভিন্ন শিক্ষাস্তরের ১৮ হাজার ৫৮০ শিক্ষার্থী বৃত্তির সুযোগ গ্রহণ করছে।

প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী ডাচ-বাংলা ব্যাংকের বৃত্তি প্রদান কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি ব্যাংকের অন্যান্য সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রমের কথা উল্লেখ করেন। দেশের অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানগুলো সমাজের কল্যাণে এ ধরনের কর্মসূচি গ্রহণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ বলেন, ডাচ-বাংলা ব্যাংক যখন দেখল অসংখ্য শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে সমান সুযোগ থেকে বঞ্চিত, তখনই ব্যাংক এই শিক্ষাবৃত্তি চালু করেছিল। মেধাবী হওয়া সত্ত্বেও অর্থনৈতিক, ভৌগোলিক এবং সামাজিক কারণে এই শিক্ষার্থীরা তাদের স্বপ্ন পূরণ করতে পারে না। মেধায় তাদের কমতি নেই, কিন্তু আর্থিক সঙ্কটের জন্য মেধাকে কাজে লাগানোর সুযোগ পাচ্ছে না তারা। তিনি আরো বলেন, এ অনুষ্ঠান ভবিষ্যতে তাদেরকে আরো ভালো কিছু করার প্রেরণা ও উৎসাহ জোগাবে। ডাচ-বাংলা ব্যাংকের বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য তিনি মন্ত্রীদ্বয়, গভর্নর এবং অতিথিদেরকে ধন্যবাদ জানান।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন ও আগত সম্মানিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads