• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
তিন মাসে প্রবাসী আয় ৩৮৫ কোটি ডলার

সংগৃহীত ছবি

ব্যাংক

তিন মাসে প্রবাসী আয় ৩৮৫ কোটি ডলার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ অক্টোবর ২০১৮

হুন্ডি প্রতিরোধে ইতিবাচক ধারা অব্যাহত আছে প্রবাসী আয়ে। চলতি অর্থবছরের (২০১৮-১৯) প্রথম প্রান্তিকে ৩৮৫ কোটি ডলার প্রবাসী আয় দেশে এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৭৩ শতাংশ বেশি। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত সেপ্টেম্বরে ১১২ কোটি ৭৩ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের বছর সেপ্টেম্বরে প্রবাসী আয় ছিল ৮৫ কোটি ডলার। সে হিসাবে প্রবাসী আয় বেড়েছে ৩২ শতাংশ। ২০১৭-১৮ অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবাসী আয় ছিল ৩৩৭ কোটি ডলার।

প্রবাসীদের অর্থ লেনদেনে ভূমিকা রাখবে এমন প্রতিশ্রুতি দিয়ে কার্যক্রম শুরু করলেও নতুন প্রজন্মের এনআরবি ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক রেমিট্যান্স আহরণে এখনো দুর্বল অবস্থানে। ব্যাংক তিনটির মাধ্যমে প্রবাসী আয় দেশে আসছে না বললেই চলে। একই চিত্র চতুর্থ প্রজন্মের ৬টি নতুন ব্যাংকের।

২০০৮-০৯ অর্থবছরে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ১ হাজার ৯৮ কোটি ডলার। এরপর ২০১৪-১৫ অর্থবছর পর্যন্ত ধারাবাহিকভাবে প্রবাসী আয় বেড়েছে। তবে ২০১৫-১৬ অর্থবছরে হোঁচট খায় রেমিট্যান্স। পরের বছর আরো কমে যায়। তবে ২০১৭-১৮ অর্থবছরে পরিস্থিতির কিছুটা উত্তরণ ঘটতে শুরু করে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ডিজিটাল হুন্ডির ব্যবহার বেড়ে যাওয়া বৈধ চ্যানেলে প্রবাসী আয় আসা কমে যায়। কিন্তু তদন্তে হুন্ডির বিষয়টি সামনে আসায় বিকাশের ৩ হাজার এজেন্টের লাইসেন্স বাতিল করা হয়। এরপর থেকে বৈধ চ্যানেলে প্রবাসী আয় আবার বাড়তে শুরু করেছে।

বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে ১ কোটি ১৮ লাখ বাংলাদেশি নাগরিক কাজ করছেন। তারা ২০১৮-১৯ অর্থবছরের প্রথম দুই মাসে ২৭২ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। আর ২০১৭-১৮ অর্থবছরে দেশে এসেছে ১ হাজার ৪৯৮ কোটি ডলার, যা তার আগের অর্থবছরের থেকে প্রায় ২২০ কোটি ডলার বেশি। ২০১৬-১৭ অর্থবছরে দেশে এসেছে ১ হাজার ২৭৬ কোটি ডলার। মূলত প্রবাসী আয়ের বড় অংশ আসে ৫টি দেশ থেকে। দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও মালয়েশিয়া।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads