• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ঋণ ঝুঁকি ব্যবস্থাপনায় নীতিমালা

বাংলাদেশ ব্যাংকের লোগো

সংগৃহীত ছবি

ব্যাংক

ঋণ ঝুঁকি ব্যবস্থাপনায় নীতিমালা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩১ অক্টোবর ২০১৮

ব্যাংক খাতের অভ্যন্তরীণ ঋণের জন্য একটি বিশদ ঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা অধিকতর কার্যকর ও সময়োপযোগী করার লক্ষ্যে এই নীতিমালা দেওয়া হয়েছে। ২০১৯ সালের ১ জুলাই থেকে এটি কার্যকর করতে হবে ব্যাংকগুলোকে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে ২০১৫ সালে বাংলাদেশ ব্যাংক ক্রেডিট রিস্ক ম্যানুয়াল ঘোষণা করে।

বাংলাদেশ ব্যাংক বলছে, ঋণ ঝুঁকি সঠিকভাবে চিহ্নিতকরণ এবং যথাযথভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে ওই সার্কুলারের মাধ্যমে ক্রেডিট রিস্ক গ্রেডিং ম্যানুয়াল জারি করা হয়। ওই সার্কুলারের মাধ্যমে জারিকৃত ম্যানুয়াল ও সংশ্লিষ্ট ফিন্যান্সিয়াল মডেল পর্যালোচনাপূর্বক ব্যাংকের ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা অধিকতর কার্যকর ও সময়োপযোগী করার লক্ষ্যে এ পর্যায়ে নতুন আঙ্গিকে এই নীতিমালা জারি করা হলো।

জারিকৃত গাইডলাইন্স ও এতদসংযুক্ত মডেলটির যথাযথ ব্যবহার নিশ্চিত করা হলে উপযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান ঋণপ্রাপ্তির যোগ্যতা অনুযায়ী ঋণ সুবিধা গ্রহণ করতে পারবে। এ ছাড়া, ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ হ্রাসকরণেও মডেলটি অধিকতর সহায়ক ভূমিকা পালন করবে। মডেলটিতে চারটি প্রধান খাতের আওতায় সর্বমোট ২০টি উপ-খাত রয়েছে এবং প্রতিটি উপ-খাতের বৈশিষ্ট্য, ঝুঁকি, আর্থিক সক্ষমতা ও ব্যবস্থাপনার দক্ষতা বিবেচনায় নিয়ে ২০টি স্বতন্ত্র মডেল অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন প্রণীত গাইডলাইন্স ও মডেলটি ঋণগ্রহীতার ক্রেডিট রিস্ক রেটিং করার ক্ষেত্রে ন্যূনতম মানদণ্ড হিসেবে বিবেচিত হবে।

২৭ পৃষ্ঠার এ নীতিমালায় অভ্যন্তরীণ ঋণ ঝুঁকির সংখ্যা, ধরন, সাধারণ নির্দেশনা, কোন কোন খাতে অভ্যন্তরীণ ঋণ দেওয়া যাবে এবং কর্তৃপক্ষের করণীয় কী, তা বলা আছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads