• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
গণ্ডি পেরিয়ে শ্রুতি

ছবি : সংগৃহীত

বলিউড

গণ্ডি পেরিয়ে শ্রুতি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ জুন ২০১৯

অভিনেত্রী শ্রুতি হাসান। শুধু বলিউড নয়, তামিল থেকে তেলেগু দাপিয়ে বেড়ানো ভারতের প্রভাবশালী অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসানের এই কন্যা। অভিনয় ছাড়াও কণ্ঠশিল্পী ও কম্পোজার হিসেবেও সুখ্যাতি রয়েছে শ্রুতির। ভারতে দাপট দেখিয়ে এবার ভিনদেশে পা রাখছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আমেরিকান টিভি সিরিজ ট্রেডস্টোনে ডেবিউ করতে চলেছেন শ্রুতি হাসান। বুরনি ফিল্ম সিরিজের থেকেই এই গল্পের অনুপ্রেরণা। এই সিরিজ তৈরি করছেন টিম ক্রিং। এছাড়াও সিরিজটিতে রয়েছেন রামিন বাহারানি, বেন স্মিথ, জেফ্রি উইনার, জাস্টিন লেভি, ব্র্যাডলি থমাস। রামিন বাহারানি এই সিরিজের পরিচালক।

মধ্যে শ্রুতি হাসান নতুন প্রেম নিয়ে ছিলেন জোর আলোচনায়। দীর্ঘদিন ধরে মাইকেল করসেলের সঙ্গে এ প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত ব্রেকআপ করেছেন তারা। ২০১৬ সালের শেষের দিকে শ্রুতি-মাইকেলের প্রেমের গুঞ্জন শুরু হয়। এরপর প্রায়ই একসঙ্গে দেখা যায় তাদের। বেশ কয়েকবার এ জুটির বিয়ের গুঞ্জনও চাউর হয়। পরে নিজেই দুই বছরের প্রেমের সম্পর্কের ইতি টেনেছেন।

বিখ্যাত অভিনেতা কমল হাসান ও অভিনেত্রী সারিকার বড় মেয়ে শ্রুতি হাসানের জন্ম ও বেড়ে ওঠা অভিনয়ের আঙিনাতে। বলিউড বাজিমাত করেছেন নজরকাড়া অভিনয় আর আবেদন দিয়ে। তবে অভিনয়ের বাইরে একজন সংগীতশিল্পী হিসেবেও তার যথেষ্ট পরিচিতি আছে। শ্রুতি নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন গানের ভুবনে। ছোটবেলা থেকেই নিয়মিত গান করেন তিনি। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় বাবার ছবি ‌‘থেবার মগন’-এ প্লেব্যাক করে সাড়া ফেলে দেন। তিনি দক্ষিণের সুপারহিট ‘চাচি-৪২০’ ছবিতেও গান গেয়েছেন।

প্রথমে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে এলেও ২০০৭ সাল থেকে নায়িকা হয়ে পর্দা মাতিয়ে চলেছেন দক্ষিণের এই সুন্দরী। শ্রুতির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন বলিউডপ্রেমীরাও। ২০০৯ সালে ‌‘লাক’ ছবি দিয়ে বি-টাউনে অভিষেক হয় তার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads