• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯

বলিউড

বিব্রত সোনাক্ষী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১৩ জুলাই ২০১৯

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্ত করতে তার বাড়িতে ঢুঁ মেরেছে ভারতের উত্তরপ্রদেশ পুলিশ। নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ বাবদ ২৪ লাখ রুপি নিয়েও প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আয়োজকদের।

প্রমোদ শর্মা নামের একজন অনুষ্ঠান ব্যবস্থাপক মোরাদাবাদ পুলিশের কাছে এ অভিযোগ দায়ের করেন গত বছরের ফেব্রুয়ারিতে। অভিযোগে বলা হয়, নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানের জন্য ২৪ লাখ টাকা বুকিং নিয়েছিলেন সোনাক্ষী। কিন্তু বুকিং রেখেও শেষ মুহূর্তে তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত হননি।

উত্তরপ্রদেশের জুহুতে ‘দাবাং’-খ্যাত এই অভিনেত্রীর বাড়ি। অভিযোগটি তদন্ত করতে জুহু পুলিশের সঙ্গে সোনাক্ষীর বাড়িতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গিয়ে উপস্থিত হয় মোরাদাবাদ পুলিশ। পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, সোনাক্ষী তখন বাড়িতে ছিলেন না। কয়েক ঘণ্টা অপেক্ষার পর তারা চলে আসেন। গতকাল শুক্রবার সোনাক্ষীকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার বাড়িতে পুলিশ আবারো গিয়েছে বলে জানান তিনি।

তবে সোনাক্ষীর মুখপাত্র এই অভিযোগ অস্বীকার করেছেন। একটি ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, সোনাক্ষী তার নয় বছরের ক্যারিয়ারে সব সময়ই সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। অভিযোগকারী যা বলছেন, এর সবই অসত্য এবং ভিত্তিহীন। গণমাধ্যমে সোনাক্ষীর খ্যাতি নষ্ট করতে কুৎসা রটিয়ে চাঁদাবাজির একটি কৌশল এটা।

এতে সোনাক্ষী ও তার দল মোটেও নতিস্বীকার করবে না। তিনি (সোনাক্ষী) একেবারেই পেশাদার মানুষ। আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তদন্তকারীদের সহযোগিতা করছি। কারণ আমাদের কাছে লুকানোর মতো কিছু নেই।

এদিকে সোনাক্ষী সিনহা অভিনীত ‘খানদানি শফাখানা’ মুক্তি পাচ্ছে আগামী ২ আগস্ট। আর ‘মিশন মঙ্গল’ মুক্তি পাচ্ছে ১৫ আগস্ট। এ ছাড়াও সালমান খানের সঙ্গে তার ‘দাবাং থ্রি’ ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা। আর ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ আসতে পারে ২০২০ সালের ১৪ আগস্ট।

সোনাক্ষীর জন্য এবার নাকি নিজের বয়সও কমিয়ে ফেলছেন সাল্লু ভাই। শিগগিরই দাবাং থ্রির শুটিং শুরু হবে বলে খবর পাওয়া গেছে। সোনাক্ষী বলেন, এবার নতুন কিছু হতে যাচ্ছে। দাবাং সিনেমার সবচেয়ে বড় বিষয় আমরা সব সময় দর্শকের জন্য চমক রাখার চেষ্টা করি। চুলবুল, রাজ্জো, মাক্ষী এই চরিত্রগুলো দর্শকের প্রিয়। এই চরিত্রগুলো সবই থাকছে শুধু বদলে যাবে গল্প।

সোনাক্ষী বলেন, সালমানকে যখন চুলবুল পুলিশ হননি, সেই সময়ের গল্প দেখানো হবে তৃতীয় পর্বে। এখানের হাজির হবেন অল্প বয়সের সালমান। এরই মধ্যে এই চরিত্রের জন্য প্রায় সাত কেজি ওজন কমিয়েছেন সালমান খান।

এ প্রসঙ্গে সোনাক্ষী বলেন, সিনেমায় চুলবুলে অতীত উঠে আসবে। এতটুকুই বললাম। এখন এর বেশি কিছু বলা যাবে না। ছবিটির জন্য নিজেকে নতুন লুকে গড়ে তুলছেন সালমান খান। দিন-রাত পরিশ্রম করছেন তিনি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads