• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

বলিউড

আলিয়াই সেরা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ২১ সেপ্টেম্বর ২০১৯

মুম্বাইয়ে বসেছিল ২০তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) অ্যাওয়ার্ডের আসর। আর ‘রাজি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। এ তারকা প্রমাণ করলেন বয়স তার কম হলে কী হবে, বলিউডে বর্তমানে তিনিই সেরা। এর আগে আলিয়া ভাট ‘কলঙ্ক’ ছবিতে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছেন। বলা হচ্ছে, সূক্ষ্ম অনুভূতি প্রকাশের ক্ষেত্রে বেশ পারদর্শী তিনি। এভাবেই আলিয়ার ক্যারিয়ারে একের পর এক যোগ হচ্ছে সফলতার নতুন অধ্যায়।

সম্প্রতি প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে আফ্রিকায় সাফারি পার্কে গেছেন আলিয়া ভাট। ‘ব্রহ্মাস্ত্রের’ শুটিং শেষ করেই তারা দুজন সেখানে ঘুরতে যান বলে ভারতীয় গণমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে। জঙ্গলের মধ্যে বাঘ দেখলে কিংবা হাতি দেখলে কী করবেন, এসব বিষয়ে নিজের ইউটিউব চ্যানেলে তুলে ধরেন আলিয়া। সম্প্রতি আফ্রিকায় গিয়ে যেভাবে জঙ্গল সাফারি করেন, তার সম্পূর্ণ বিবরণ নিজের ইউটিউব চ্যানেলে তুলে ধরেন এ অভিনেত্রী।

এ ছাড়া হুড খোলা জিপে করে জঙ্গলে ঘুরে বেড়ানোর পাশাপাশি স্থানীয় খাবার যেমন চেখে দেখেন তিনি, তেমনি চটপট শিখে নেন স্থানীয় ভাষাও। শুধু তা-ই নয়, সেখানে গিয়ে সেখানকার মানুষকে হিন্দিও শিখিয়ে দেন আলিয়া ভাট, বলিউড অভিনেত্রীর ভক্তদের মধ্যে তা জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে।

‘ব্রহ্মাস্ত্রের’ পর আপাতত করণ জহরের সিনেমা ‘তখত’ নিয়ে নতুন করে প্রস্তুতি শুরু করে দিয়েছেন আলিয়া ভাট। এ সিনেমায় আলিয়ার সঙ্গে রয়েছেন ভিকি কৌশল, রণবীর সিং, কারিনা কাপুর খান।

২৬ বছর বয়সী আলিয়া ভাট ‘ফিল্মফেয়ার’ আর ‘বিবিসি এশিয়ান নেটওয়ার্ক’কে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া তার শিল্প ও ব্যক্তিসত্তা নিয়ে কথা বলেছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার অপছন্দের সহকর্মী কে? জবাবে আলিয়া বরুণ ধাওয়ানের নাম বলেছেন। তিনি বলেন, ‘ও খুব খুঁতখুঁতে। চরিত্র নিয়ে খুব বেশি নাড়াচাড়া করে। আর সেটা সেটের অন্যদের মধ্যেও ছড়িয়ে দেয়। যেমন আমাদের জীবনের প্রথম শট, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির ‘রাধা’ গানের জন্য সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান আর আমাকে একবার ঘুরে আসতে হবে। এটুকুই। প্র্যাকটিস শট। সেই প্র্যাকটিস শটের জন্যও বরুণ অনেকবার প্র্যাকটিস করেছে- সে কোন হাসিটা দেবে। এভাবে নাকি ওভাবে। তার কাছে কোনোটাই ঠিক পছন্দ হচ্ছিল না। সেই শট ১৪ বার নেওয়া হয়েছে শুধু ওর জন্য।’

টুইটার বা ইনস্টাগ্রামে আলিয়া ফলো করেন ঋষি কাপুরকে। যেখানে সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল নিয়ে বিরক্ত হয়, সেখানে আলিয়া ট্রল বিষয়টি খুব উপভোগ করেন। তিনি বলেন, ‘আমার তো মজাই লাগে। আমি দেখি, হাসি। ভুলে গিয়ে কাজে মন দিই। এই যেমন একজন লিখেছেন, আজ আইনস্টাইনের জন্মদিন। কাল আলিয়া ভাটের। একটা দিন কত পার্থক্য গড়ে দেয়! দেখলাম, মজা পেয়েছি, হেসেছি। স্ক্রল করে পরের পোস্টে চলে যাই।’

ক্যারিয়ারে কোনো কিছু নিয়ে আপসোস নেই আলিয়ার। কাজ ছাড়া একেবারেই থাকতে পারে না এ অভিনেত্রী। আলিয়া বলেন, আমি ছয় দিনের বেশি অভিনয় ছাড়া থাকতে পারি না। এক সপ্তাহও না। একসময় পর্দায় জুহি চাওলা, কারিশমা কাপুর, কারিনা কাপুর, প্রীতি জিনতা, মাধুরী দীক্ষিতদের দেখতাম আর ‘গালি বয়’ ছবির গানের মতো বলতাম, ‘আপনা টাইম আয়েগা (আমার দিন আসবে)। আর এখন আমার সময়। আমাকে তো কাজ করতেই হবে। আমি প্রতিদিন কাজে যাই। আমার মনে হয়, কাজে না, পার্টিতে যাচ্ছি। প্রতিটি মুহূর্তে আমি অনুভব করি, আমি খুব ভাগ্যবান আর খুব পরিশ্রমী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads