• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
‘মারদানি টু’ ট্রেলারে অন্যরকম রানি

ফাইল ছবি

বলিউড

‘মারদানি টু’ ট্রেলারে অন্যরকম রানি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১৯ নভেম্বর ২০১৯

টানটান উত্তেজনাপূর্ণ ২ মিনিট ১৯ সেকেন্ডের ট্রেলার। দেখে আঁতকে ওঠা ছাড়া উপায় নেই। একের পর এক ধর্ষণ ও খুন হয়েই যাচ্ছে। কখনো অফিস ফেরত নারীকে তুলে নিয়ে ধর্ষণ, আবার কখনো স্কুলপড়ুয়া তরুণীকে তুলে নিয়ে নৃশংসভাবে ধর্ষণের পর খুন করা হচ্ছে। শহরের পুলিশ রাত-দিন খেটে যাচ্ছে অপরাধীকে ধরতে। আর পুলিশ বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রানি মুখার্জিকে।

শুনতে অবাক লাগছে নিশ্চয়ই। তবে অবাক হওয়ার কিছু নেই। উপরের ঘটনাগুলো মুক্তি প্রতীক্ষিত ছবি ‘মারদানি টু’র। সম্প্রতি অনলাইনে অবমুক্ত হয়েছে এ ছবির ট্রেলার। রোমহর্ষক এ ট্রেলারে রানি মুখার্জিকে দেখা গেছে আক্রমণাত্মক পুলিশ অফিসারের ভূমিকায়। এদিকে দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরছেন বলিউডের এ অভিনেত্রী। স্বাভাবিকভাবেই ছিলেন আগ্রহের কেন্দ্রে। তবে আগ্রহের সে মাত্রা দ্বিগুণ হয়েছে ‘মারদানি টু’র ট্রেলার প্রকাশ হওয়ার পর। ভারতীয় গণমাধ্যম বলছে, ‘রানিকে আগের কোনো ছবিতে এতটা মারকুটে দেখা যায়নি। এ যেন অন্য এক রানি হয়ে পর্দায় আসছেন।’

মেয়ে আদিরার জন্মের পর হেচকি দিয়ে রুপালি পর্দায় কামব্যাক করেন রানি মুখোপাধ্যায়। হেচকির পর রানিকে আর দেখা যায়নি বড়পর্দায়। এবার মারদানি-টু দিয়ে সে বিরতিও ভাঙছেন বলিউডের এ সুন্দরী। এ সিনেমায় রানি মুখার্জিকে দেখা যাবে পুলিশ অফিসার শিবানী শিবাজি রায়ের ভূমিকায়। ছবিটিতে একজন ধর্ষক ও হত্যাকারীকে খুঁজে বের করার জন্য একজন পুলিশ অফিসার কীভাবে দিন-রাত এক করে ফেলেন তা-ই দেখানো হয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পাবে বছরের অন্যতম আলোচিত এ ছবি। প্রসঙ্গত ২০১৪ সালে চোপড়াদের ব্যানারে মুক্তি পায় মারদানি। ওই সিনেমার পাঁচ বছর পর ফের ‘মারদানি টু’ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন আদিত্য চোপড়ার ঘরণী। ছবিটি নিয়ে অনেকটাই আশাবাদী রানি। বলেন, এ ছবিটির জন্য আমাকে আলাদা কসরত করতে হয়েছে। এ ছবিতে আমি একেবারেই ভিন্ন লুকে হাজির হয়েছি। এ ছবির মধ্য দিয়ে রানি প্রমাণ করেছেন নারীরা চাইলেও অনেক কিছু করতে পারে। এখন থেকে বলিউডে নিয়মিত হবেন কিনা এমন প্রশ্নের জবাবে খোলাসা করে কিছুই বলেননি। জানিয়েছেন সময় হলেই সব কিছু দেখা যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads