• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯

বলিউড

শাবানা আজমির অবস্থা স্থিতিশীল

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ২০ জানুয়ারি ২০২০

শনিবার (১৯ জানুয়ারি) মুম্বাই থেকে পুনেগামী রাস্তায় গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন শাবানা আজমি। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তাই দুর্ঘটনার পরে প্রথমে তাকে নবি মুম্বাইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে আন্ধেরির কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নেয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণগুলোর খবরে বলা হয়েছে, শাবানা আজমি নাক ও মাথার পেছনে আঘাত পেয়েছেন। দুই ঘণ্টা পরও মস্তিষ্কে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে অন্য হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে ৬৯ বছরের এ অভিনেত্রী ও সমাজকর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গতকাল রোববার ধীরুভাই আম্বানি হাসপাতালের প্রধান নির্বাহী জানিয়েছেন, শাবানা আজমির অবস্থা স্থিতিশীল। তিনি পর্যবেক্ষণে রয়েছেন। সেখানে তাকে দেখতে সস্ত্রীক আসেন অনিল আম্বানি, ফারহান আখতার ও জোয়া আখতার, অনিল কাপুরসহ অনেকে।

শনিবার শাবানা আজমির দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। অভিনেত্রীর এমন দুর্ঘটনার পর রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। সংগীতশিল্পী লতা মঙ্গেশকর লিখেছেন, ‘শুনে খুব খারাপ লাগছে। চাই শাবানা যাতে খুবই দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

দুর্ঘটনাস্থলে আহত শাবানার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করার অনুরোধ করেছেন শ্রদ্ধা কাপুর, বরুণ ধাওয়ানরা। বরুণ ধাওয়ান টুইটারে লেখেন, ‘সবার কাছে আবেদন, কেউ দুর্ঘটনায় আহত হলে সেই ছবি ছড়াবেন না। তাদের পরিবার-পরিজনের কাছে তা অত্যন্ত বেদনাদায়ক।’

আবার নেতিবাচক মন্তব্যও দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সম্প্রতি সরব হয়েছিলেন শাবানা। দুর্ঘটনার পরে ক্ষমতাসীন দলের সমর্থকরা বর্ষীয়ান এই অভিনেত্রীকে অনলাইনে ‘ট্রল’ করতে শুরু করে। ‘এ হলো কর্মফল’ও লিখেছেন কিছু সমর্থক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads