• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
যেসব পণ্যের দাম বাড়ছে-কমছে

যেসব পণ্যের দাম বাড়ছে-কমছে

বাজেট

যেসব পণ্যের দাম বাড়ছে-কমছে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ জুন ২০১৮

বাজেটে শুল্ক হার পরিবর্তনের ফলে বরাবরের মতোই কিছু পণ্যের দামের পরিবর্তন ঘটছে। জাতীয় নির্বাচনের বছর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উচ্চ ও উচ্চ মধ্যবিত্তকে সুবিধা দিতে গাড়ির দাম কমাতে চাইছেন; অন্যদিকে নিম্নবিত্তের জন্য পাউরুটির মতো কিছু খাদ্যসামগ্রীর দামও কমানোর প্রস্তাব রেখেছেন।

খাদ্যপণ্যের মধ্যে এনার্জি ড্রিঙ্কের দাম বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। সব ধরনের প্রসাধন সামগ্রীর দামও বাড়াতে চাইছেন তিনি। অনলাইন কেনাকাটায় ভ্যাট আরোপের প্রস্তাব করায় ভোক্তার খরচও বাড়তে পারে। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন পণ্যের দাম বাড়তে পারে এবং কোন কোন পণ্যের কমতে পারে।

বাড়তে পারে : আমদানি চাল, ছোট ফ্ল্যাট, ফার্নিচার, এনার্জি ড্রিঙ্ক, প্রসাধনসামগ্রী, সানস্ক্রিন বা সান ট্যান সামগ্রী, আফটার শেভ লোশন, শরীরের দুর্গন্ধ এবং ঘাম দূরীকরণে ব্যবহূত সামগ্রী (আতর ব্যতীত), সুগন্ধযুক্ত বাথ সল্ট, অন্যান্য গোসল সামগ্রী, কক্ষের দুর্গন্ধ দূরীকরণে ব্যবহূত অন্যান্য সুগন্ধি সামগ্রী, সিরামিক বাথটাব ও জিকুজি, শাওয়ার, শাওয়ার ট্রে, ফিলামেন ল্যাম্প, সব ধরনের পলিথিন, ১ হাজার থেকে ১৬০০ স্কয়ার ফিট ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ফি, পুরনো ফ্ল্যাট, আমদানি মোবাইল, বিদেশি চকোলেট, কফি, গ্রিন টি, আমদানি বাদাম ও মধু, ইউপিএস, আইপিএস, স্ট্যাবিলাইজার, ছাপাখানার পণ্য, প্লাস্টিক ব্যাগ, মোবাইল ব্যাটারি ও চার্জার, নেলপলিশ, অ্যালকোহল বিক্রয়কারী হোটেল-রেস্তোরাঁর সেবা, হেলিকপ্টার সেবা, বিড়ি, জর্দা, গুল, সোশ্যাল মিডিয়া ও অনলাইন কেনাকাটা।

কমতে পারে : রড, সিমেন্ট, হাইব্রিড মোটরকার, ক্যানসারের ওষুধ, টায়ার-টিউব তৈরির কাঁচামাল, কম্পিউটারের যন্ত্রাংশ, ডে-কেয়ার হোম সার্ভিস, দেশি মোটরসাইকেল, আমদানি পোল্ট্রি খাবার, দেশীয় রেফ্রিজারেটরের কম্প্রেসার, গুঁড়োদুধ ও হাতে বানানো পাউরুটি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads