• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ক্যাম্পাস বন্ধের দাবি, অনশনে ঢাবির ৫ শিক্ষার্থী

সংগৃহীত

ক্যাম্পাস

ক্যাম্পাস বন্ধের দাবি, অনশনে ঢাবির ৫ শিক্ষার্থী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ মার্চ ২০২০

সারাবিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বন্ধের দাবিতে অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের টিএসসির মোড়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে শনিবার (১৪মার্চ) রাত ৮টা থেকে অনশনে বসেন ওই শিক্ষার্থীরা। এই দাবিতে তারা এখনও অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন বলে জানা গেছে।

অনশনকারী শিক্ষার্থীরা হলেন, ঢাবির টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের হাসান বিশ্বাস, মনোবিজ্ঞান বিভাগের জোনাইদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইয়াসিন আরাফাত প্লাবন, আইন বিভাগের আরাফাতুল ওসমানী এবং অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের রকিব রানা মাসুম। পাঁচ শিক্ষার্থীই তৃতীয় বর্ষের ছাত্র।

শিক্ষার্থীরা বলেন, করোনাভাইরাস আজ সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। সময়োপযোগী পরিকল্পনা না থাকায় করোনাভাইরাস মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে বিশ্বের উন্নত দেশগুলোকে। করোনার প্রভাবে এ পর্যন্ত সারাবিশ্বে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এখনি ব্যবস্থা না নিলে ভয়াবহ পরিণতি তৈরী হবে।

এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি বলেও জানান তারা। 

এবিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, এটি অনশনের কোনো বিষয় না। এটা জাতীয় ও আন্তর্জাতিক বিষয়, পরিস্থিতি বুঝে রাষ্ট্র এটার সিদ্ধান্ত নেবে। ছেলেদের উদ্দেশ্য তো আর খারাপ না। বিশ্ববিদ্যালয়ের জন্য, দেশের জন্য ও বৃহত্তর স্বার্থের জন্য যা উপকারী হবে, সেই সিদ্ধান্ত নিতে হবে আমাদের। আমরা সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করছি, হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।

এদিকে করোনাভাইরাসের আতঙ্কে গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৩টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads