• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ফের কম্পিউটার চুরি বশেমুরবিপ্রবি'তে

ছবি : বাংলাদেশের খবর

ক্যাম্পাস

ফের কম্পিউটার চুরি বশেমুরবিপ্রবি'তে

  • বশেমুরবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ সেপ্টেম্বর ২০২০

ঈদুল আযহার ছুটিতে কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরির পর আবারো কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)। এবারে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ থেকে দুটি কম্পিউটার ও একটি রাউটার চুরি হয়েছে।

চুরির বিষয়ে বিভাগটির সভাপতি তসলিম আহম্মদ জানান, চুরির ঘটনাটি ঠিক কবে বা কীভাবে ঘটেছে এ বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই। তবে রেজাল্ট সংক্রান্ত কাজে গত ১৫ সেপ্টেম্বর বিভাগ খুললে ছাউনি ভাঙাসহ ২টি কম্পিউটার নিখোঁজ পাই এবং তাৎক্ষণিক ভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করি।

ঝোপঝাড়ে পরিপূর্ণ এবং টিনশেডে বিভাগ কার্যক্রম এর কথা উল্লেখ করে তিনি আরো বলেন, আমাদের বিভাগটি মূলত বিশ্ববিদ্যালয়ের পেছনের দিকে অবস্থিত তাছাড়া ঝোপঝাড় হবার কারণে অনেকবার সাপের উপদ্রব এবং স্বাস্থ্য সমস্যা লক্ষ করেছি। পূর্বে নিরাপত্তা সমস্যাজনিত বিষয় নিয়ে ৩মার্চ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আবেদনপত্র প্রদান করি।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, কম্পিউটার চুরির বিষয়ে তারা এখনো অবগত নন। তাছাড়া সকল বিভাগই তালাবন্ধ লক্ষ করেছেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, ঈদুল আযহার ছুটিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ৪৯ টি কম্পিউটার চুরি হয়। পরবর্তীতে ১৩ আগস্ট রাতে রাজধানীর মহাখালী এলাকার ক্রিস্টাল ইন রেস্তোরায় গোপালগঞ্জ ও ঢাকার বানানী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৩৪ টি কম্পিউটার উদ্ধার করে এবং শিক্ষার্থীসহ ২ জনকে গ্রেপ্তার করেন। তবে চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটি গত ৬ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দিলেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads