• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
ক্লাসের জন্য মুখিয়ে আছি

সংগৃহীত ছবি

ক্যাম্পাস

ক্লাসের জন্য মুখিয়ে আছি

  • প্রকাশিত ১৯ সেপ্টেম্বর ২০২০

শিক্ষার্থী জেসমিন সুলতানা, জামালপুর

জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজে ৫ম বর্ষে পড়েন জেসমিন সুলতানা দিনা। করোনার পুরোটা সময় তার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। এতে নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়া অবস্থান করছেন তিনি।

সামগ্রিক অবস্থা নিয়ে তিনি বলেন, শুরুতে ছুটি পেয়ে ভালো লেগেছিল। এখন হাঁপিয়ে উঠেছি। যদিও অনলাইন ক্লাস হয় কিন্তু পরিচিত আঙিনায় ফিরতে মন চাইছে। ক্লাস করার জন্য মুখিয়ে আছি।

করোনার প্রাদুর্ভাবে শিক্ষার ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠান যে শিক্ষা দেয় তা বাসায় বসে হয় না। অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।

তিনি যত দ্রুত সম্ভব তার প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে আশা ব্যক্ত করেন।

একাডেমিক ইয়ারে ক্ষতি কীভাবে পুষিয়ে নেবেন প্রশ্নে তিনি বলেন, এ ক্ষতি পুষাবার নয়। তবু সরকারসহ সংশ্লিষ্টদের চেষ্টা থাকবে। আর করোনা নামের ক্ষুদ্র ভাইরাসটি দ্বারা এমন পরিস্থিতিতে কারো হাত ছিল না। প্রকৃতির বিষয়টি মেনেই আমাদের এগুতে হবে।

সামগ্রিক শিক্ষা কার্যক্রমে অবশ্যই ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, হয়তো দেখা যাবে আমরা কিছুটা সময় হারালাম। তা সেশন জটের সঙ্গে মিশে গেল। অচিরে পরিস্থিতি স্বঅবাবিক না হলে ক্ষতি আরো বেশি হবে বলে শঙ্কার কথা জানান জেসমিন সুলতানা দিনা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads