• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
ফের বাড়ল সোনার দাম

ফাইল ছবি

পণ্যবাজার

ফের বাড়ল সোনার দাম

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ জুলাই ২০১৯

চলতি মাসে প্রথম দিকেই দেশের বাজারে একদফা বেড়েছিল সোনার দাম। সে সময় দেশের বাজারে ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ৪১ টাকা বেড়ে ২২ ক্যারেট সোনার ভরি ৫২ হাজার ১৯৬ টাকায় দাঁড়ায়। এখন ফের বাড়ানো হয়েছে ধাতুটির দাম। এ দফায় সোনার দাম ভরিতে ১ হাজার ১৬২ টাকা বেড়েছে। এতে  ২২ ক্যারেট সোনার ভরি দাম বেড়ে ৫৩ হাজার ৩৫৮ টাকায় দাঁড়াবে।

আজ মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জানানো হয়।

নতুন দর আগামীকাল বুধবার থেকে সারা দেশে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে বর্তমানে সোনার দাম ৬/৭ বছরের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

সোনার দাম বাড়ায় প্রতি ভরি ২১ ক্যারেট ৫১ হাজার ২৫ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪৬ হাজার ১০ টাকায়। সনাতন পদ্ধতির সোনার ভরি আগের মতোই থাকবে, অর্থাৎ ২৬ হাজার ৮২৪ টাকা। একইভাবে রুপার দামেও হেরফের হবে না। প্রতি ভরি রুপার দাম ৯৩৩ টাকা। অন্যদিকে জুয়েলার্স সমিতি প্লাটিনাম বা হোয়াইট গোল্ডের মূল্যও সমপরিমান টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রতি ভরি প্লাটিনামের মূল্য হবে ৬৫ হাজার ২১ টাকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads