• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
হাজীগঞ্জে গুচ্ছগ্রামবাসী ও ভিক্ষুকদের মাঝে চাল বিতরণ

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার মেয়র গুচ্ছগ্রামবাসী ও বিক্ষুকদের মাঝে চাল বিতরণ করেন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

হাজীগঞ্জে গুচ্ছগ্রামবাসী ও ভিক্ষুকদের মাঝে চাল বিতরণ

  • মো. মহিউদ্দিন আল আজাদ
  • প্রকাশিত ০৩ জুলাই ২০১৮

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় প্রায় তিন শতাধিক গুচ্ছগ্রামবাসী ও ভিক্ষুকদের মাঝে ‘জিআর’ এর বরাদ্দকৃত সাড়ে ৩ মে.টন চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল-আলম লিপন সুবিধাভোগিদের এ চাল বিতরণ করেন। ২০১৭-১৮ অর্থ বছরে পৌরসভায় ‘জিআর’ এর বরাদ্দকৃত সাড়ে ৩ মে.টন চাল গুচ্ছগ্রামবাসী ও ভিক্ষুকদের মাঝে বিতরণ করা হয়।

পৌর কার্যালয় সূত্রে জানাযায়, গুচ্ছগ্রামবাসীদের জন্য দুই মে.টন এবং ভিক্ষুকদের জন্য দেড় মে.টন চাল বরাদ্দ করা হয়। বরাদ্দকৃত এসব চাল দেড় শতাধিক ভিক্ষুকসহ প্রায় তিন শতাধিক সুবিধাভোগিদের পরিবারের মাঝে বিতরণ করা হয়।

এসময় পৌর কাউন্সিলর আলাউদ্দিন মুন্সী, মো. জাহিদুল আযহার আলম বেপারী, রিটন চন্দ্র সাহা, এমরান হোসেন মুন্সী, আজাদ মজুমদার, নুরুল ইসলাম বেপারী, সংরক্ষিত নারী কাউন্সিলর জোহরা বেগম, পৌর সচিব মুহাম্মদ নূর আজম বীন আখতারসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা, উপজেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার সংবাদকর্মীগন এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads