• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
চাঁদপুরে জনপ্রশাসন পদক পেলেন জেলা প্রশাসকসহ ৪ কর্মকর্তা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে জনসেবায় অসামান্য অবদানের জন্য ৩৯ ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে জনপ্রশাসন পদক তুলে দেন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

চাঁদপুরে জনপ্রশাসন পদক পেলেন জেলা প্রশাসকসহ ৪ কর্মকর্তা

  • মো. মহিউদ্দিন আল আজাদ
  • প্রকাশিত ২৪ জুলাই ২০১৮

জনসেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় জনপ্রশাসন পদক পেলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানসহ ৪ কর্মকর্তা। সোমবার (২৩ জুলাই) ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ উপলক্ষ্যে ওসমানি স্মৃতি মিলনাতয়নে আয়োজিত জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তারা এ পদক গ্রহণ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, হাজীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত জেলা প্রশাসক, ফেনী) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ূয়া’সহ ৩৯ জন সরকারি কর্মচারী ও ৩ প্রতিষ্ঠানকে ‘জনপ্রশাসন পদক-২০১৮’ পদক ও সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


জাতীয় ও জেলা পর্যায়ে দুটি ক্ষেত্রে (সাধারণ ও কারিগরি) শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ দল ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের শ্রেণিতে এ পুরস্কার দেয়া হয়। এটি করা হয়েছে বিদ্যমান ‘জনপ্রশাসন পদক নীতিমালা’ অনুযায়ী। পুরস্কার হিসেবে পদকপ্রাপ্তরা পেয়েছেন ক্রেস্ট, সোনার মেডেল ও নগদ অর্থ। সৃজনশীল কাজের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এ পদক প্রদান করে থাকে জনপ্রশাসন মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় এ বছর ৩৯ জন সরকারি কর্মচারী ও ৩ প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মানজনক এই পদক তুলে দেন।


জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান যশোর জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে ইউনিয়ন ও পৌরসভায় জাতীয়তা ও নাগরিক সনদ, উত্তারাধিকার সনদ, অবিবাহিত সনদ, বেকারত্ব সনদ, আয়ের সনদসহ অনলাইন ভিক্তিত সব ধরনের সনদ ডিজিটাল সনদ দেয়ার উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেন। এই প্রকল্প গ্রহন করে বর্তমানে সারাদেশের ২৫০টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভা কার্যালয়ে এই মুহূর্তে সম্পূন্ন অনলাইন ভিক্তিত ডিজিটাল সনদ প্রদান করছে।
জনসেবায় গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় উল্লেখিত অবদান রাখার জন্য জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানকে জেলা পর্যায়ে কারিগরি (ব্যক্তিগত) ক্যাটাগরিতে জনপ্রশাসন পদক- ২০১৮ প্রদান করা হয়।


অপর দিকে ‘সবার জন্য বাসস্থান, হাজীগঞ্জ মডেল’ এই প্রকল্পের আওতায় হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বে-সরকারি উদ্যোগে ২১২ জন অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী গৃহহীন পরিবারকে বিনামূল্যে ঘর করে দেয়া হয়েছে। ঘরের পাশাপাশি স্বাস্থ্যসম্মত টয়লেট এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সরকারি সুবিধা প্রদান করা হয়েছে। এতে ওই পরিবারগুলো পূর্নবাসিত হয়ে তাদের দারিদ্র বিমোচন ও আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হয়েছে।
জনসেবায় গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় উল্লেখিত অবদান রাখার জন্য দলগতভাবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, হাজীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ূয়াকে জেলা পর্যায়ে সাধারণ (দলগত) ক্যাটাগরিতে জনপ্রশাসন পদক- ২০১৮ প্রদান করা হয়।

উল্লেখ্য, চাঁদপুরের বর্তমান জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান এর আগে যশোর জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
তিনি গত ৫ মার্চ চাঁদপুরে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। আর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান ২০১৭ সালের ১৫ অক্টোবর চাঁদপুরে যোগদান করেন। আর মাহবুবুল আলম মজুমদার বর্তমানে ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে দায়িত্ব পালন করছেন।
হাজীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব প্রহণের পূর্বে বৈশাখী বড়ুয়া ফেনী জেলার সোনাগাজী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads