• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
 শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: মহীউদ্দীন খান আলমগীর

কচুয়ার বুরগী উচ্চ বিদ্যালয়েরর নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: মহীউদ্দীন খান আলমগীর

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ জুলাই ২০১৮

শিক্ষার মান উন্নয়নে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

কচুয়া উপজেলার বুরগী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন উপলক্ষে আজ সোমবার আয়োজিত অভিভাবক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি তাজুল ইসলামের সভাপতি ও শিক্ষক ওমর খৈয়ম বাগদাদী রুমী অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন খান আলমগীর বলেন, শিক্ষার মান উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করছে। শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাইলজড্ করা হয়েছে। বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রসায় শিক্ষার্থীদের জন্য রাসেল কম্পিউটার ল্যাব স্থাপন ও শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থের অত্যাধুনিক বহুতল ভবন নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এক সঙ্গে প্রায় সাড়ে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে। প্রত্যেক উপজেলায় একটি করে স্কুল ও কলেজ জাতীয়করণ করা হচ্ছে। এগুলো সবই আওয়ামী লীগের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সচিব রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইযুব আলী পাটওয়ারী, সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, জেলা পরিষদ পরিষদ সদস্য রওনক আরা রতœা, ইউপি চেয়ারম্যার আলহাজ্ব আব্দুল হাই মুন্সী, বুরগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম ও শিক্ষক গোলাম সরোয়ার প্রমুখ।

সমাবেশ শেষে প্রায় সোয়া দুই কোটি টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মহিউদ্দিন খান আলমগীর।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads