• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
চাঁদপুর থেকে দূরপাল্লার সকল বাস চলাচল বন্ধ

চাঁদপুর থেকে ঢাকামূখী বাস চাঁদপুর আন্তঃবাস টার্মিনালে বন্ধ করে রাখা হয়েছে

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

চাঁদপুর থেকে দূরপাল্লার সকল বাস চলাচল বন্ধ

  • মো. মহিউদ্দিন আল আজাদ
  • প্রকাশিত ০৩ আগস্ট ২০১৮

সড়কে নিরাপত্তা নেই, এই অজুহাতে আজ শুক্রবার সকাল থেকে চাঁদপুর থেকে দূরপাল্লার যাত্রীবাহী সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে চাঁদপুর-ঢাকা, চাঁদপুর-চট্রগ্রাম, চাঁদপুর-সিলেট, হাজীগঞ্জ-ঢাকা, মতলব-ঢাকা, কচুয়া-ঢাকা’সহ আরো বেশ কিছু রুটে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন।

তারা অভিযোগ করেন, সড়কে কাগজপত্র দেখার নামে শুধু হয়রানিই নয়, যানবাহন ভাংচুর, যাত্রী এবং তাদেরকে লাঞ্চিত করা হচ্ছে। তাই নিরাপত্তাজনিত কারণে আপাতত বাস চলাচল বন্ধ রেখেছেন।

এদিকে, চাঁদপুর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায়, শহরের বাস টার্মিনালে কোনো যাত্রী চোখে পড়েনি। তবে সড়ক পথে বাস চলাচল বন্ধ থাকার কারণে নৌপথে যাত্রীবাহী লঞ্চে ভিড় দেখা গেছে।

ফলে শুক্রবার ভোর থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনাল হয়ে ঢাকার সদরঘাট ও নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী লঞ্চগুলোতে যাত্রীদের ভিড় ছিল উল্লেখ করার মতো।

এদিকে, সড়কপথে যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চাঁদপুরে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশের বিশেষ নিরাপত্তা গ্রহণের কথা জানিয়েছেন, জেলা পুলিশ সুপার শামসুন্নাহার।
আজ শুক্রবার সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কে কোনপ্রকার শিক্ষার্থীদের আন্দোলন করতে দেখা যায়।
চাঁদপুর জেলার সকল রুটে যানবাহন চলা-চল বন্ধ প্রসঙ্গে জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বাবুল মিজি মুঠো ফোনে কয়েকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসেন মুঠো ফোনে জানান, সড়কে শ্রমিক ও গাড়ীর নিরাত্তা না থাকায় শ্রমিকরা গাড়ী চালাতে অপারগতা প্রকাশ করে দূর পাল্লার গাড়ী বন্ধ রেখেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads