• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
হাজীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র প্রদান

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পরিচয়পত্র প্রদান করেন পৌর মেয়র আ.স.ম মাহবুল-উল-আলম লিপন

ছবি : বাংলাদেের খবর

সারা দেশ

হাজীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র প্রদান

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ আগস্ট ২০১৮

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পরিচয়পত্র প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১১টায় পৌর সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যমে এবং পৌর মেয়রের আ.স.ম মাহবুব-উল-আলম লিপনের সভাপতিত্বে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে এই প্রথম পরিচয়পত্র প্রদান করা হয়। পরিচয়পত্র প্রদানকালে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল-আলম লিপন সভাপতির বক্তব্যে বলেন, ‘শতভাগ সেবা প্রদানে এই পরিচয়পত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিচয়পত্রের যথার্থ ও মমার্থ উপলদ্ধি করে সেবাকে সহজীকরণে আরো বেশী আন্তরিক ও দায়িত্বশীল হবেন।’

পৌর সচিব মুহাম্মদ নূর আজম বিন আখতারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে কাউন্সিলরদের পক্ষে বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র- ১ রায়হানুর রহমান জনি এবং কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে সচিব। বক্তব্য শেষে পরিচয়পত্র প্রদান করেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন।

এ সময় পৌর কাউন্সিলর আলাউদ্দিন মুন্সী, মোহাম্মদ জাহিদুল আযহার আলম, রিটন চন্দ্র সাহা, মো. এমরান হোসেন মুন্সী, মো. নুরুল ইসলাম বেপারী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর-৩ জোহরা বেগম, পৌর সহকারি প্রকৌশলী (সিভিল) মো. ইদ্রিস মিয়া, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads