• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
হাজীগঞ্জে ২৮৬ কেজি পোনা মাছ অবমুক্ত

চাঁদপুরের হাজীগঞ্জে পোনা মাছ অবমুক্ত করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

হাজীগঞ্জে ২৮৬ কেজি পোনা মাছ অবমুক্ত

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ আগস্ট ২০১৮

চাঁদপুরের হাজীগঞ্জে ২৮৬ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারবিন ইসলাম উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করেন। উপজেলার ডাকাতিয়া নদীর অংশে বিভিন্ন স্থানে, উপজেলা পরিষদ পুকুর, বোয়ালজুরি খাল ও শৈলখালি বিলে এসব পোনা মাছ অবমুক্ত করা হয়।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, চলতি ২০১৮-১৯ অর্থবছরে পোনা মাছ অবম্ক্তুকরণ কার্যক্রমের আওতায় ২৮৬ কেজি পোনা মাছ জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। 

উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহমুদ মোস্তফার সার্বিক তত্ত্বাবধানে পোনা মাছ অবমুক্তকরণ উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মনি সূত্রধর, মৎস্যজীবি নেপাল চন্দা দাস প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads