• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক

বন্দুকযুদ্ধ

প্রতীকী ছবি

সারা দেশ

রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক

  • রংপুর ব্যুরো
  • প্রকাশিত ১৪ সেপ্টেম্বর ২০১৮

রংপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম শওকত আলী ওরফে ‘ঘুঘু ডাকাত’(৪০)। 

বৃহস্পতিবার রাত তিনটার দিকে রংপুর সিটি করপোরেশনের আওতাভুক্ত রাধাকৃষ্ণপুর গ্রামের রহমতপাড়ায় এই ঘটনা ঘটে। র‍্যাব ১৩-এর সহকারী পরিচালক ও মিডিয়া উইংয়ের কর্মকর্তা খন্দকার গোলাম মর্তুজা তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

নিহত শওকত আলী রংপুর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের ডেওডোবা ডাঙ্গিরপাড় এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

র‍্যাবের দাবি, শওকত আলী মাদক ব্যবসায়ী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তিনি ‘ঘুঘু ডাকাত’ নামে পরিচিত।

গোলাম মর্তুজা জানান, মাদক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে রাধাকৃষ্ণপুর গ্রামে অভিযান চালায় র‍্যাব। ওই সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে শওকত আলীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে র‍্যাব। এ সময় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

তিনি আরো জানান, ‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, ৪৭ বোতল ফেনসিডিল ও ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। নিহত শওকত আলী চুরি, ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোসহ ১৩টি মামলার আসামী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads