• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
মেহেরপুরে ৪ জনের যাবজ্জীবন

মেহেরপুরে পৌর প্যানেল মেয়র রিপন হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা দিয়েছে আদালত

সংগৃহীত ছবি

সারা দেশ

মেহেরপুরে ৪ জনের যাবজ্জীবন

সাতক্ষীরায় পিতা-পুত্রের কারাদণ্ড

  • মেহেরপুর ও সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ সেপ্টেম্বর ২০১৮

মেহেরপুরে পৌর প্যানেল মেয়র রিপন হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ২ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নূরুল ইসলাম দুই আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। অপর দুই আসামি পলাতক রয়েছে।

সাজাপ্রাপ্তরা হলো গাংনী ওলিপাড়ার লাল্টু (পলাতক), মাসুদরানা (পলাতক), মেহেরপুর গোরস্তানপাড়ার রশিদুল ইসলাম আকালি ও বাসস্ট্যান্ডপাড়ার আবদুল হালিম। জানা যায়, ২০১১ সালের ১ এপ্রিল রাতে শহরের নিজ প্রতিষ্ঠান রাজধানী স্টোরে মো. মিজানুর রহমান রিপন খুন হন। ৩ এপ্রিল রিপনের বাবা আবদুল হালিম বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই রায় দেন।

এদিকে সাতক্ষীরায় যুবককে গরম পানি দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগে বাবা ও ছেলের ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গত রোববার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তফা পাভেল রায়হান এ রায় দেন। আদালত সূত্রে জানা গেছে, জেলা শহরের পলাশপোলে জজ কোর্টের সামনে চায়ের দোকান ছিল সৈয়দ আলী ও তার ছেলে খায়রুল ইসলামের। ২০১৩ সালের ৮ জানুয়ারি একই এলাকার আবদুল ওয়াজেদের ছেলে জাহাঙ্গীর আলম পলাশের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবা ও ছেলে গরম পানি ঢেলে পলাশকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেন। এ ঘটনায় পলাশ বাদী সাতক্ষীরা থানায় মামলা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শেখ মিজানুর রহমান।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads