• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
পাউবোর জমি দখল করে স্থাপনা

পানি উন্নয়ন বোর্ডের লোগো

সংগৃহীত ছবি

সারা দেশ

পাউবোর জমি দখল করে স্থাপনা

  • বরগুনা প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ সেপ্টেম্বর ২০১৮

বরগুনার তালতলী উপজেলার কবিরাজ পাড়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গা অবৈধ দখলে নিয়ে স্থাপনা নির্মান করছেন স্থানীয় মাসুদ চৌকিদার ও তালতলী শহরের বাসিন্দা শহিদ মিয়া । জানা গেছে, কবিরাজ বাজার সলগ্ন পানি উন্নয়ন বোর্ডের বড় নিশানবাড়ীয়া ৪২ নং মৌজার ৮৮ নং খতিয়ানের ১৭৭৪ নং দাগে ৩ একর ৩ শতাংশ সরকারি জমি রয়েছে। ওই জমি দখল করার জন্য প্রভাবশালী মাসুদ চৌকিদার ও শহিদ মিয়া ঘর তুলেছেন। সরকারি জমি অবৈধ দখলের বিষয়ে মাসুদ চৌকিদারের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহালোম মিয়া জানিয়েছেন, অবৈধ দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও সরকারি জমি রক্ষা করতে তালতলী থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় জানান, কোনো ধরনের স্থাপনা তৈরী করতে অভিযুক্তদের নিষেধ করা হয়েছে। এরপরও কোনো ধরনের কাজ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads