• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
পীরগঞ্জের দুধিয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বেহাল অবস্থা

পীরগঞ্জের দুধিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল অবস্থা

সংগৃহীত ছবি

সারা দেশ

পীরগঞ্জের দুধিয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বেহাল অবস্থা

  • পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ অক্টোবর ২০১৮

রংপুর পীরগঞ্জের ৬নং টুকুরিয়া ইউনিয়নের টুকুরিয়া বাজার হতে দেড় কিলোমিটার দূরে অবস্থিত দুধিয়াবাড়ী সরকারী  প্রাথমিক বিদ্যালয়।  স্বাধীনতার আগে ১৯৪৮ সালে স্থাপিত হলেও প্রশাসনের উদাসীনতায় বেহাল অবস্থায় পড়েছে বিদ্যালয়টি।

সংশ্লিষ্টরা জানিয়েছে,  গতবছর শিলাবৃষ্টিতে বিদ্যালয়ের তিনটি টিনসেড রুমের পুরোনো টিন ক্ষতিগ্রস্ত হয়।  এতে বৃষ্টির পানি ছাদ ভেদ করে শ্রেণীকক্ষে পড়ে।  এছাড়া বিদ্যালয়টির তিনটি টয়লেটের মধ্যে দুইটি টয়লেট ব্যবহারে অনুপযোগী থাকায় দুর্ভোগে পড়েছে ১৬৫ জন ছাত্র ছাত্রী। 

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান বলেন, জরাজীর্ণ ভবনের ব্যাপারে একাধিক বার উপজেলা কর্তৃপক্ষের কাছে ম্যানেজিং কমিটির সদস্যসহ যোগাযোগ করা হলেও কর্তৃপক্ষ দৃষ্টিপাত করেনি। বাধ্য হয়ে ঝুকিপূর্ণ বিদ্যালয়টিতে পাঠদান চালিয়ে যেতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, টিন সেড বিদ্যালয়টির টিনের চালা শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় বৃষ্টির পানি শ্রেণী কক্ষেই পড়ে।  এতে শ্রেণীর কক্ষে পানি জমে থাকলেও বাধ্য হয়েছে সেখানেই শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে।

এ বিষয়ে মুঠোফোনে প্রাথমিক শিক্ষা অফিসারের সঙ্গে কথা হলে তিনি জানান, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ, প্রতিবছর  ৪ থেকে ৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে আসছে গ্রামীণ এ জনপদের এই বিদ্যালয় থেকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads