• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ব্রেন টিউমার আক্রান্ত নাহিমার সফল অপারেশন

ব্রেন টিউমার আক্রান্ত ১০ম শ্রেণির মেধাবী ছাত্রী নাহিমা আক্তার

সংরক্ষিত ছবি

সারা দেশ

বাংলাদেশের খবরে সংবাদ প্রকাশের ফলে

ব্রেন টিউমার আক্রান্ত নাহিমার সফল অপারেশন

  • গাজী মহিনউদ্দিন, হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ অক্টোবর ২০১৮

বাংলাদেশের খবর পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিভিন্ন সহযোগিতায় চাঁদপুরের হাজীগঞ্জে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির মেধাবী ছাত্রী ব্রেন টিউমারে আক্রান্ত নাহিমা আক্তার (১৫) এর অপারেশন সফল হয়েছে।

ব্রেন টিউমারে আক্রান্ত মেধাবী ছাত্রী নাহিমার চিকিৎসায় সহযোগিতার জন্য ৩ অক্টোবর বুধবার বহুল প্রচাতির দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার অনলাইলে “বাঁচতে চায় মেধাবী ছাত্রী নাহিমা” সংবাদ প্রকাশিত হয়। হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি গাজী মহিনউদ্দিনের ফেসবুক আইডি থেকে সংবাদ শেয়ার করার পর ব্যাপক সাড়া পায়। এ সংবাদ ফেসবুকে ৫০৮ শেয়ার হয়েছে।

সংবাদ প্রকাশের পর ফেসবুকে সেয়ারের ফলে দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। এর ফরশ্রুতিতে দেশি-বিদেশী বিভিন্ন সহযোগিতায় আসতে শুরু করে। এরপর ৮ অক্টোবর সোমবার সকাল ১১টায় ঢাকা নিউরো সাইন্স হাসপাতালের যুগ্ম-পরিচালক প্রফেসর ডা. বদরুল আলমের নিদের্শনায় ব্রেন টিউমার ইউনিট প্রধান ডা. আক্তারুজ্জামান প্রিন্স এর তত্ত্বাবধায়নে প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে নাহিমার অপারেশন সম্পন্ন করেন।

ব্রেন টিউমারে আক্রান্ত নাহিমা বাকিলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড রাধাঁসার গ্রামের কাশেম প্রধানের মেয়ে ও শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ব্যবসা শাখার ছাত্রী। প্রায় গত ৯ মাস পূর্বে ঢাকার একটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করার পর মাথায় টিউমার ধরা পড়ে। ব্রেন টিউমার চিকিৎসার জন্য প্রায় ২ লক্ষ টাকা প্রয়োজন। নাহিমার বাবা একজন দিনমজুর। চিকিৎসার খরচ ব্যয় বহুল হওয়ার পরিবারের পক্ষে তা বহন করা সম্ভব হচ্ছে না। তার সুস্থ্যতার জন্য সকলের সহযোগিতা কামনা করছেন।

চিকিৎসার খরচ যোগাড় করতে অসহায় পরিবার এনজিও সংস্থার কাছ থেকে ঋণ তুলে এবং সর্বশেষ ৫০ হাজার টাকায় ভিটা-মাটি বন্ধক রেখে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করায়।

নাহিমার মা তাছলিমা বেগম বলেন, মানুষের সহযোগিতায় মেয়ের অপারেশন হয়েছে। শারীরিক অবস্থা উন্নতির দিকে। আমি বাংলাদেশের খবর অনলাইনের প্রতি কৃতজ্ঞ। তবে অপারেশনের পরবর্তী হাসপাতালের খরচ, ঔষধ এবং চিকিৎসা করানো নিয়ে চিন্তা করতে হচ্ছে। চিকিৎসার খরচ যোগাতে গিয়ে বসত ভিটাও বন্ধক রাখতে হয়েছে। সহায় সম্বল বলতে এখন আর কিছুই নাই। অপারেশন পরবর্তী সহযোগীতার জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি। 

সাহায্য পাঠানো যাবে নাছিমার মা তাছলিমা বেগমের ০১৮৬৯৯৭৬২০৮ বিকাশ নম্বরে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads