• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
কনে ছাড়াই বাড়ী ফিরলেন বর

গুগল ম্যাপ থেকে নেওয়া

সারা দেশ

কনে ছাড়াই বাড়ী ফিরলেন বর

  • মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২১ অক্টোবর ২০১৮

চাঁদপুরের হাজীগঞ্জে বিয়েবাড়ি থেকে কনে ছাড়াই বাড়ী ফিরতে হলো বর পক্ষকে।

রবিবার দুপুরে উপজেলার বাকিলা ইউনিয়নের সন্না গ্রামের মোল্লা বাড়িতে আব্দুল মালেক মোল্লার মেয়ের বাল্যবিবাহ বন্ধ করে দিলে কনে ছাড়াই বিদায় হন বর পক্ষ। ঘটনাটি এলাকায় টক অব দ্যা টাইউনে পরিণত হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, একই ইউনিয়নের বাকিলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলামের সাথে সন্না গ্রামের আব্দুল মালেক মোল্লার মেয়ের বিয়ে দিনক্ষন আজ রবিবার নির্ধারন করা হয়। সে অনুযায়ী বর ও বর পক্ষের মেহমান কনের বাড়িতে যথাসময়ে উপস্থিত হয়। এর কিছুক্ষন পরে বিয়ে বাড়িতে হাজির হন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী।

জন্মনিবন্ধন ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অনুযায়ী ৭ এপ্রিল ২০০১ সালে শিক্ষার্থীর জন্মসাল ও ১৮ বছর পূর্ণ না হওয়ায় ম্যাজিষ্ট্রেট এই শিক্ষার্থীর বিয়ে তাৎক্ষনিক বন্ধ করে দেন।

১৮ বছর পূর্ণ না হলে এ শিক্ষার্থীকে বিয়ে দেওয়া হবে না এমন শর্তে নির্বাহী ম্যাজিষ্ট্রে ওই শিক্ষার্থীর মা, মামা, চাচা ও বরের বাবা’র কাছ থেকে মুচলেকা আদায় করে নেন। এরপরেই আমন্ত্রিত অতিথিদের খাইয়ে বর পক্ষ কনে ছাড়াই বিদায় নেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হক চৌধুরী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং মেহেমানদের জন্য আয়োজন করা খাবার দিয়ে স্থানীয় আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads