• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
‘জনগণের কাছে ডিজিটাল ব্যাংকিং সেবা পৌছে দিতে কাজ করছে সরকার’

চাঁদপুরে এজেন্ট ব্যাংকিং বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখছেন অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব) মো. শওকত ওসমান

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

‘জনগণের কাছে ডিজিটাল ব্যাংকিং সেবা পৌছে দিতে কাজ করছে সরকার’

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ নভেম্বর ২০১৮

চাঁদপুরে তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে এ টু আই ও ব্যাংক এশিয়া লিমিটেডের উদ্যোগে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) ২৫ উদ্যোক্তাদের দিনব্যাপী এজেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জেলা সার্কিট হাউজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব) মো. শওকত ওসমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের কাছে ডিজিটাল ব্যাংকিং সেবা পৌছানোর ক্ষেত্রে সরকারের ডিজিটাল সেন্টারের ভূমিকা আরো বেশী সম্প্রসারিত ও বেগবান করা যায় সে লক্ষে কাজ করছে সরকার।

তিনি বলেন, এ সেবার মাধ্যমে উদ্যোক্তারা ডিজিটাল চাঁদপুর বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে। জনগণের ঘরে ঘরে ডিজিটাল ব্যাংকিং সেবা পৌছে যাবে।

মো. শওকত ওসমান বলেন, দেশের ইউডিসিগুলোতে উদ্যোক্তারা জনগণকে ১২০টি সেবা দিয়ে থাকে এর সাথে যোগ হলো ব্যাংক এশিয়ার মাধ্যমে এজেন্ট ব্যাংকিং।  উদ্যোক্তারা এ সুযোগটাকে কাজে লাগিয়ে তাদের জীবনমানের উন্নয়ন ঘটাবে।

কর্মশালায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিকল্পনা প্রণয়ন কর্মকর্তা মো. হারুন অর রশিদ, ব্যাংক এশিয়ার হাজীগঞ্জ শাখার এভিপি অ্যান্ড হেড অব ব্র্যাঞ্চ সঞ্জয় দাস, চাঁদপুর শাখার এভিপি এন্ড হেড অব ব্র্যাঞ্চ মো. আ. সবুর খান, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের কর্মকর্তা, সঞ্জয় কুমার সাহা প্রমুখ।

উল্লেখ্য, ২০১৮ সালে সারাদেশে ৩০০ জন উদ্যোক্তাকে নিয়ে ঢাকায় একটি প্রশিক্ষণের আয়োজন করে ব্যাংক এশিয়া। সেখানে তারা দেশের প্রত্যেকটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে (ইউডিসি) এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালানার জন্য ব্যাংক এশিয়ার কাছে দাবী জানায়। তাদের দাবীর প্রেক্ষিতে চাঁদপুরে প্রাথমিক পর্যায়ে ২৫টি ইউডিসিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads