• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
কুমিল্লার মুরাদনগরে ৯৭ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

কুমিল্লার মুরাদনগরে প্রাইভেট কার ভর্তি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কুমিল্লার মুরাদনগরে ৯৭ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ নভেম্বর ২০১৮

কুমিল্লার মুরাদনগরে একটি প্রাইভেটকারে ৯৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের নেয়ামতকান্দি এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- কাচির কান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে সিয়াম (২৫) ও তার সহযোগী ঠাকুরগাঁও জেলার আব্দুল কাইয়ূমের ছেলে শাহীনুর (৩০)।

পুলিশ জানায়, মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়ক হয়ে একটি মাদকের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের পেয়ে ভোর ৪টায়  শুশুন্ডায় অবস্থান নেয় পুলিশ। শুশুন্ডা এলাকায় গাড়িটিকে থামাতে সংকেত দিলে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।  এসময় মুরাদনগর থানার এসআই বাদল ও এসআই মো. কবির হোসেনসহ একদল পুলিশ নেয়ামতকান্দি এলাকায় গিয়ে গাড়িটিকে আটক করেন। এসময় গাড়িটি তল্লাশি করে ৯৭ কেজি গাঁজাসহ পাওয়া যায়।

মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম বলেন, একটি প্রাইভেটকার, ৯৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads