• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
চাঁদাবাজির প্রতিবাদে নেত্রকোনায় অটোরিকশা চালকদের ধর্মঘট

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চাঁদাবাজির প্রতিবাদে নেত্রকোনায় অটোরিকশা চালকদের ধর্মঘট

  • প্রকাশিত ০৬ ডিসেম্বর ২০১৮

নেত্রকোনার খালিয়াজুরী সদর ইউনিয়ন পরিষদের নামে স্থানীয় ইজিবাইক চালকদের কাছে অতিরিক্ত চাঁদা দাবির প্রতিবাদে খালিয়াজুরীতে বৃহস্পতিবার সকাল থেকে ক্ষুদ্র পরিবহন চালকদের ধর্মঘট চলছে। চাঁদাবাজি বন্ধের দাবি ৩১ জন চালকের স্বাক্ষরে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদনও দেওয়া হয়েছে।

অটোরিকশা চালক নেতাদের অভিযোগ, এত দিন কোথায়ও কোনো চাঁদা না দিয়ে খালিয়াজুরীর অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক পথে নির্বিঘ্নে ব্যাটারিচালিত আটোরিকশা চালিয়ে আসছি। কিন্ত গত বুধবার সন্ধ্যায় খালিয়াজুরী কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে থাকা ইজিবাইক চালক শফিক মিয়া, জাসদ মিয়া, ডালিম মিয়াসহ একাধিক চালকের কাছে খালিয়াজুরী সদর ইউনিয়ন পরিষদের নামে চাঁদা দাবি করা হয়। প্রতিটি ইজিবাইকের বিপরীতে ৪০ টাকা করে দিতে হবে বলে এ  চাঁদা দাবি করেন খালিয়াজুরী রড়হাটি গ্রামের আবু সিদ্দিক ওরফে মনা মিয়ার ছেলে জহুর মিয়া  ও ফকরুল মিয়া (২৫)।

এ অভিযোগ অস্বীকার করে ফকরুল মিয়া জানান, তিনি খালিয়াজুরী সদর ইউনিয়ন পরিষদ থেকে খালিয়াজুরী ইজিবাইক স্ট্যান্ডের ইজারা নিয়েছেন। ইউপি চেয়ারম্যান ছানোয়ারুজ্জামান জুসেফের স্বাক্ষরিত এ ইজারাপত্তন পত্রে প্রতিটি ইজিবাইক থেকে প্রতিদিন ৪০ টাকা করে টোল আদায়ের অনুমতি আছে।

এ ব্যাপারে জানতে ইউপি চেয়ারম্যান ছানোয়ারুজ্জামান জুসেফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম জানান, আবেদনের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads