• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

ছবি: প্রতিনিধি

সারা দেশ

ক্ষুধা,বৈষম্য ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে নৌকা প্রতীকের বিকল্প নেই : স্পিকার 

  • পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ ডিসেম্বর ২০১৮

নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।  তিনি বলেন,ক্ষুধা,বৈষম্য ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে নৌকা প্রতীকের বিকল্প নেই।

শনিবার সকালে রংপুরের পীরগঞ্জ পৌরসভা ও ৭নং বড়আলমপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা করেন এবং গণসংযোগে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ড. শিরীন শারমিন বলেন, পাঁচ বছরে পীরগঞ্জের ১৫টি ইউনিয়নে সমস্যা চিন্থিত করে বাস্তবমুখী অনেক উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য দৃষ্টিনন্দন শহীদ মিনার, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, কাবিলপুর, মিঠিপুর, বড় আলমপুর ইউনিয়ন পরিষদ ভবন, উপজেলা পরিষদ ভবন, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের অবকাঠামো নির্মাণ, ড. এম এ ওয়াজেদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন, এবং মেরিন একাডেমি নির্মাণ।

তিনি বলেন, একসময়ের অবহেলিত এই উপজেলাতে উন্নয়নমূলক প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। রাস্তাঘাট, ব্রীজ, কালর্ভাট নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটানো হয়েছে। নারী ও শিশুদের জন্য চিকিৎসা কেন্দ্র নির্মাণ হয়েছে বিভিন্ন ইউনিয়নে। নারী উন্নয়ন, গ্রামীণ নারীদের আর্থ সামাজিক উন্নয়ন, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করতে ব্যাপক কর্মসূচী নেওয়া হয়েছে। পীরগঞ্জের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। এসময় তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাঁর নেওয়া উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে পীরগঞ্জকে মডেল উপজেলা করা হবে বলে উল্লেখ করেন।

এর আগে তিনি পীরগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads