• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
রাজাপুরে বুদ্ধি প্রতিবন্ধীদের হাতে নতুন বই

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

রাজাপুরে বুদ্ধি প্রতিবন্ধীদের হাতে নতুন বই

  • প্রকাশিত ০৩ জানুয়ারি ২০১৯

ঝালকাঠির রাজাপুরে অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন বই তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের রাজাপুর অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের হল রুমে তাদের হাতে এ নতুন বই তুলে দেওয়া হয়।

নতুন বছরে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রতিবন্ধী শিক্ষার্থীরা উৎসবে মেতে উঠেন।

বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা রাজাপুর সরকারী ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ আবুল হোসেন ফরাজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরন করেন সমাজসেবা অধিদপ্তর’র জেলা উপ-পরিচালক স্বপন কুমার মুখার্জী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার খান মো. আলমগীর, উপজেলা সমাজসেবা অফিসার মো. মোজাম্মেল, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মিরাজ খান, সাংবাদিক সাইদুল ইসলাম, ফারুক হোসাইনসহ প্রমুখ। এসময় শিক্ষক শিক্ষিকা,অভিভাবকসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ১৩০ জন অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে ২০১৯ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়।

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads