• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
মাশরাফিকে মন্ত্রী দাবি

মাশরাফি বিন মুর্তজাকে মন্ত্রী দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

মাশরাফিকে মন্ত্রী দাবি

  • নড়াইল প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ জানুয়ারি ২০১৯

বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের সফল অধিনায়ক ও তারুণ্যের প্রতীক মাশরাফি বিন মুর্তজাকে মন্ত্রী করার দাবি জানিয়েছে নড়াইলের সম্মিলিত সাংস্কৃতিক জোট। গতকাল শনিবার সকালে এই দাবিতে নড়াইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে দক্ষিণ বঙ্গের গ্রামে-গঞ্জে পৌঁছে দিতে তারুণ্যের প্রতীক মাশরাফি বিন মুর্তজার বিকল্প নেই। দেশের খেলাধুলা, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে টেকসই উন্নয়নের জন্য নড়াইল-২ আসনের এমপি মাশরাফির যোগ্যতা রয়েছে। মাশরাফি মন্ত্রী হলে শুধু নড়াইলবাসী নয়, গোটা দেশই উপকৃত হবে। দেশকে এগিয়ে নিতে তার মতো ভালো এবং সৎ মানুষের প্রয়োজন। বক্তারা এ অঞ্চলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাশরাফিকে সরকারের মন্ত্রিসভায় নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন নড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুণ্ডু, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র রেজাউল ইসলাম, সালমা রহমান কবিতা, আঞ্জুমান আরা, অ্যাডভোকেট রওশন আরা কবীর লিলি প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads